আগরতলা : ভোটের আবহের মধ্যে বাজারে বেড়ে চলেছে আলু- পেঁয়াজের দাম। এভাবে মূল্যবৃদ্ধির ফলে সমস্যায় আমজনতা।বাজারে আলু-পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে অনেক দিন ধরেই প্রশাসনের তরফে কোন কোন কার্যকরী পদক্ষেপ নেই বলেই একাংশ ব্যবসায়ী দাম বাড়িয়ে চলেছে বলে অভিযোগ। অবশেষে টনক নড়ে খাদ্য দপ্তরের। এই অবস্থায় খাদ্য দপ্তরের অধিকর্তার নির্দেশে বুধবার রাজধানীর সবচেয়ে বড় বাজারে মহারাজগঞ্জ বাজারে অভিযান চালায় খাদ্য দপ্তর ও সদর মহকুমা প্রশাসনের আধিকারিকরা। এদিন তারা মূলত আলু-পেঁয়াজের মূল্য যাচাই করতে পাইকারি ও খুচরো দোকানে অভিযান চালান। খাদ্য দপ্তরের এক আধিকারিক স্বীকার করেন বাজারে আলু-পেয়াজের দাম বেশি রাখা হচ্ছে। প্রতি কেজিতে ৫ টাকা টাকা করে বেশি রাখা হচ্ছে।তিনি জানান এই ব্যবসায়ীদের নোটিশ দেওয়া হবে। পাশাপাশি খাদ্য আধিকারিক আরও জানান, মূল্য নিয়ন্ত্রণে বর্তমানে যে আইন রয়েছে তাকে আরও কঠোর করা প্রয়োজন।এদিকে অভিযোগ বাজারে প্রশাসনের অভিযানকারী দলের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন এক ব্যবসায়ী জনৈক ব্যবসায়ীর দোকান সিল করা নিয়ে।
মহারাজগঞ্জ বাজারে অভিযান প্রশাসনের
177
previous post