উত্তরপত্র মূল্যায়নের কাজ শুরু হয়েছে

আগরতলা : ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও দ্বাদশের পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের কাজ শুরু হয়েছে। বুধবার ছিল উত্তর পত্র মূল্যায়নের প্রথম দিন। রাজধানীর কামিনী কুমার সিংহ স্মৃতি বিদ্যালয়, বিজয় কুমার বালিকা, বোধজং বালিকা, বাণী বিদ্যাপীঠ গার্লস স্কুলে মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়নের কাজ শুরু হয়েছে। মাধ্যমিকে উত্তরপত্র মূল্যায়ন করা হবে প্রায় ৩৩ হাজার।মূল্যায়নের কাজে নিযুক্ত রয়েছেন প্রায় ২৪০০ শিক্ষক- শিক্ষিকা। আর উচ্চ মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়ন করা হচ্ছে নেতাজী সুভাষ ও বড়দোয়ালি দ্বাদশে।দ্বাদশের উত্তরপত্র মূল্যায়ন হবে ২৩ হাজার। উত্তরপত্র মূল্যায়নের কাজে নিযুক্ত রয়েছেন প্রায় ২ হাজার শিক্ষক- শিক্ষিকা। এদিন সেন্টার গুলি ঘুরে দেখতে গিয়ে একথা জানান পর্ষদ সভাপতি ডঃ ধনঞ্জয় গণচৌধুরী। তিনি জানান ২০-২৫ দিনের মধ্যে শেষ হয়ে যাবে মূল্যায়নের কাজ। আশা প্রকাশ করেন জুনের প্রথম সপ্তাহের মধ্যে ফল প্রকাশ করা হবে।

Related posts

কেন্দ্রীয় বাজেটের প্রতিবাদ জানাল আমরা বাঙালী

চুরি যাওয়া সামগ্রী সহ দুই চোরকে জালে তুলল পুলিস

বিদ্যাদেবী সরস্বতীর আরাধনায় ব্রতী হয়েছেন সকলে