শিক্ষা অধিকর্তার কাছে ডেপুটেশন এনএসইউআই-র

আগরতলা : রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষক স্বল্পতা। বিশেষ করে গ্রামীণ এলাকা গুলিতে। ফলে শিক্ষকের অভাবে ব্যাঘাত ঘটছে বিদ্যালয়ে পঠন পাঠন। অভিযোগ শিক্ষক স্বল্পতা দুরীকরণে সরকারের তরফে নেই কোন কার্যকরী পদক্ষেপ। এই অবস্থায় শিক্ষক সংকট দুরীকরণে গুণগত শিক্ষার স্বার্থে পদক্ষেপ নেওয়ার দাবি এনএসইউআই-র।বুধবার সংগঠনের তরফে এক প্রতিনিধি দল স্মারকলিপি জমা দেয় শিক্ষা অধিকর্তার কাছে। তারা দাবি জানায় অবিলম্বে শিক্ষার হাল ফিরিয়ে আনতে শিক্ষক সংকট দুরীকরণের। প্রয়োজনে নতুন শিক্ষক নিয়োগের দাবি জানান তারা। এখন দেখার শিক্ষক সমস্যা নিরসনে শিক্ষা দপ্তর পদক্ষেপ নেয় কিনা?

Related posts

Power Minister extends financial help to two needy families in Mohanpur

প্রথম ডিভিশন ফুটবলে ফরোয়ার্ড ক্লাব ও টাউন ক্লাবের হাড্ডাহাড্ডি লড়াই, ম্যাচ ড্র

বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার উদ্যোগে শিক্ষা অধিকর্তাকে ডেপুটেশন, কিচেন গার্ডেন নিয়ে একাধিক দাবি