পথচলতি লোকজনের মধ্যে ঠান্ডা পানীয় ও ফল বিলি করল পোলস্টার ক্লাব

আগরতলা : রাজ্যজুড়ে চলছে তীব্র দাবদাহ। মানুষ প্রয়োজনে ঘর থেকে বের হতে হচ্ছে ।যেতে হচ্ছে কর্মস্থলে ।তাই পথ চলতি লোকজনকে তীব্র দাবদাহ থেকে কিছুটা নিস্তার দিতে রাজ্যের বিভিন্ন জায়গায় এগিয়ে আসছে সামাজিক সংস্থা, সংগঠন ও বিভিন্ন রাজনৈতিক দল। পথ চলতি লোকজনের মধ্যে বিলি করা হচ্ছে ঠান্ডা পানীয়, কাটা ফল ।এই সামাজিক কাজে পিছিয়ে নেই বিভিন্ন ক্লাবও ।বৃহস্পতিবার রাজধানীর বনেদি ক্লাব পোলস্টার ক্লাবের উদ্যোগে এ ধরনের কর্মসূচি নেওয়া হয়। লেক চৌমুহনী বাজার এলাকায় ব্যবসায়ীদের সহায়তায় ক্লাবের উদ্যোগে পথ চলতি লোকজন ও স্থানীয় মানুষের মধ্যে বিলি করা হয় ঠান্ডা পানীয় ,শরবত ও কাটা ফল তরমুজ _শসা। সেখানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ক্লাবের সভাপতি_ সম্পাদকসহ অন্যান্যরা ।মেয়র আশা ব্যক্ত করেন এধরনের কাজে আগামী দিনে অন্যান্য ক্লাব সামাজিক সংস্থা _স্বেচ্ছাসেবী সংগঠনে এগিয়ে আসবে।

Related posts

North Tripura to benefit from new agricultural schemes: CM

রাজ্যের মৃৎ শিল্পী, মণ্ডপ সজ্জা ও আলোক সজ্জার সাথে যুক্ত শিল্পীদের নিয়ে কর্মশালা করার উপর গুরুত্ব দেন মুখ্যমন্ত্রী

লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট -৩২২ জির উদ্যোগে প্রথম বারের মতো অনুষ্ঠিত হয় মেগা ফ্রি শপিং ফেস্টিভ্যাল