আগরতলা : ভবন ত্রিপুরা বিদ্যামন্দিরের এবছর প্রাক-প্রাথমিক ও প্রাথমিক বিভাগের যে সমস্ত ছাত্রছাত্রী ভর্তি হয়েছে তাদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয় ।বৃহস্পতিবার রাজধানীর মুক্তধারা প্রেক্ষাগৃহে হয় এক অনুষ্ঠান। সেখানে উপস্থিত ছিলেন আগরতলা প্রেসক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর মলয় দেব, ভারতীয় বিদ্যাভবন আগরতলা ও কলকাতা কেন্দ্রের ডিরেক্টর ডক্টর জি ভি সুব্রক্ষ্মানিয়ান, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পম্পি মজুমদার, ভারতীয় বিদ্যাভবন আগরতলা কেন্দ্রের চেয়ারম্যান দেবাশীষ চক্রবর্তী সহ অন্যান্যরা। অনুষ্ঠানে আগরতলা নরসিংগড়, আনন্দনগর, বড়দোয়ালি লিটল লার্নারস শাখার ছাত্রছাত্রীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। ছাত্র-ছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয় অনুষ্ঠানকে ঘিরে।
ভবন ত্রিপুরা বিদ্যামন্দিরের প্রাক-প্রাথমিক ও প্রাথমিক বিভাগের ছাত্রছাত্রীদের আনুষ্ঠানিকভাবে বরণ
213