জিবি ব্লাড ব্যাঙ্কে রক্তদান শিবির হেপাটাইটিস ফাউন্ডেশন

আগরতলা : নির্বাচনোত্তর পরিস্থিতিতে রাজ্যের ব্লাড ব্যাঙ্ক গুলিতে রক্তের সংকট দেখা দেয়। তাই এই সংকট নিরসনে বিভিন্ন সংস্থা, সংগঠনের কাছে স্বাস্থ্য দপ্তর থেকে শিবির করার আবেদন জানানো হয়েছে। এই আহ্বানে সাড়া দিয়ে এগিয়ে এলো হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরা। যদিও এই সংগঠন বছরের বিভিন্ন সময়ে রাজ্যের বিভিন্ন জায়গায় শিবির করে থাকে। চলতি বছরে তাদের লক্ষ্যমাত্রা সংগঠনের বিভিন্ন শাখার মাধ্যমে ১ হাজার ইউনিট রক্ত সংগ্রহ। শনিবার সংগঠনের উদ্যোগে জিবি হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে এক রক্তদান শিবির হয়। শিবিরে উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা সঞ্জীব দেববর্মা,আগরতলা সরকারি মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডাঃ অনুপ কুমার সাহা, ভাইস প্রিন্সিপাল ডাঃ তপন মজুমদার, জিবি হাসপাতালের মেডিকেল সুপার শংকর চক্রবর্তী, হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরার প্রতিষ্ঠাতা সভাপতি ডাঃ প্রদীপ ভৌমিক, সংগঠনের পশ্চিম জেলা সভাপতি ডাঃ মণিরুল ইসলাম সহ অন্যরা। এদিন চিকিৎসক সহ অন্যরা বেশ উৎসাহ নিয়ে রক্তদান করেন। ডাঃ প্রদীপ ভৌমিক জানান তাদের এ ধরণের প্রয়াস প্রতিনিয়ত জারি থাকবে।

Related posts

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে লালন উৎসব পালন করা হয়

Voluntary blood donation emerging as a social movement in Tripura: CM

প্যারিস অলিম্পিকের স্মৃতি চিহ্নের প্রদর্শনী আগরতলায়