মেয়াদ উত্তীর্ণ ঠাণ্ডা পানীয় বিক্রির অভিযোগ

আগরতলা : রাজধানীর বিভিন্ন জায়গায় দোকান- হোটেল-রেস্টুরেন্টে অভিযান জারি রেখেছে সদর মহকুমা প্রশাসনের টিম। শনিবার বিকেলে সদর মহকুমা ও খাদ্য দপ্তরের আধিকারিকরা অভিযান চালায় বাধারঘাট থেকে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় পর্যন্ত। অভিযানে ধরা পড়ে বিভিন্ন দোকানে মেয়াদ উত্তীর্ণ ঠাণ্ডা পানীয়, চিপস সহ বিভিন্ন জিনিস বিক্রির অভিযোগ। পাশাপাশি একটি হোটেল থেকে উদ্ধার হয়েছে ঘরোয়া রান্নার গ্যাস সিলিন্ডার। খাদ্য দপ্তরের এক আধিকারিক জানান এসব দোকানের বিরুদ্ধে রিপোর্ট মহকুমা শাসকের কাছে জানানো হবে।তিনি জানান, অনেক ব্যবসায়ী ঠাণ্ডা পানীয়ের ফ্রিজিং চার্জ নিচ্ছেন বেআইনি ভাবে।তাদের পরে নোটিশ দেওয়া হবে। পাশাপাশি তিনি জানান, এর আগেও আশ্রম চৌমুহনী এলাকার একটি দোকানে অনিয়ম পাওয়ায় ৫ হাজার টাকা জরিমানা করেছে মহকুমা প্রশাসন।

Related posts

এখনও নিয়োগ না করায় ক্ষুব্ধ টেট উত্তীর্ণরা বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেপ্তার হলেন

মরশুমে দ্বিতীয় জয় অর্জন করলো জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাব

Karyakartas must build strong bonds with people: CM