মানব পাচারের অভিযোগে আটক দুই

আগরতলা : মানব পাচারে যুক্ত থাকার অভিযোগ আগরতলা সরকারি রেল পুলিসের হাতে গ্রেপ্তার দুই যুবক। তাদের আদালতে পুলিস পেশ করে রিমান্ডের আবেদন জানিয়ে। চলতি বছরের ৩০ এপ্রিল জি আরপি-র হাতে আগরতলা রেলস্টেশন থেকে ৬ জন বাংলাদেশী সহ ৭ জন ধরা পড়ে। তাদের মধ্যে একজন ছিল দালাল। পুলিস ধৃতদের জিজ্ঞাসাবাদ চালিয়ে সীমান্ত পাচারে যুক্ত থাকার ঘটনায় কয়েকজনের নাম জানতে পারে। এদের মধ্যে দুইজন রয়েছে সিধাই থানা এলাকার। শুক্রবার সিধাই থানার পুলিসের সহায়তায় আগরতলা সরকারি রেল পুলিস রাঙামুড়া থেকে বাপন ভৌমিক ও হরিনাখলা এলাকা থেকে ব্রজেন্দ্র সরকার নামে দুইজনকে জালে তুলে। তাদের বিরুদ্ধে এর আগেও এধরনের ঘটনায় যুক্ত থাকার অভিযোগ রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ চালিয়ে শনিবার পুলিস দুইজনকে আদালতে পেশ করে দুই দিনের রিমান্ডের আবেদন জানিয়ে।পুলিস জানায় ধৃতরা সীমান্ত পারাপারের কাজ করতো।

Related posts

কেন্দ্রীয় বাজেটের প্রতিবাদ জানাল আমরা বাঙালী

চুরি যাওয়া সামগ্রী সহ দুই চোরকে জালে তুলল পুলিস

বিদ্যাদেবী সরস্বতীর আরাধনায় ব্রতী হয়েছেন সকলে