সংহতি ক্লাবের উদ্যোগে জলছত্রের আয়োজন

আগরতলা : গ্রীষ্মের তীব্র গরমের মধ্যে প্রয়োজনে লোকজনকে বাড়ি থেকে বের হতে হচ্ছে। শ্রমজীবী লোকজন কাজের সন্ধানে বিভিন্ন জায়গায় যাচ্ছেন। গরমের মধ্যেও কাজ করে যেতে হচ্ছে। এই অবস্থায় তাদের কিছুটা স্বস্তি দিতে আগরতলা পুর নিগমের বিভিন্ন ওয়ার্ড, সামাজিক, সংস্থা, সংগঠন, ক্লাব এগিয়ে আসছে। বিভিন্ন জায়গায় শহরের মধ্যে পথচলতি লোকজন-শ্রমজীবীদের মধ্যে ঠাণ্ডা পানীয়, ফল বিলি করছে। রবিবার গরমের মধ্যে রাজধানীর বনেদী সংহতি ক্লাবের উদ্যোগে জলছত্রের আয়োজন করা হয়। শংকর চৌমুহনী এলাকায় লোকজনের মধ্যে ঠাণ্ডা পানীয় বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন ক্লাব সম্পাদক তথা আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ক্লাব সভাপতি দিপেন্দ্র মোহন ভট্টাচার্য সহ অন্যরা। ক্লাবের এধরণের উদ্যোগের প্রশংসা করেন দীপক বাবু।

Related posts

Power Minister extends financial help to two needy families in Mohanpur

প্রথম ডিভিশন ফুটবলে ফরোয়ার্ড ক্লাব ও টাউন ক্লাবের হাড্ডাহাড্ডি লড়াই, ম্যাচ ড্র

বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার উদ্যোগে শিক্ষা অধিকর্তাকে ডেপুটেশন, কিচেন গার্ডেন নিয়ে একাধিক দাবি