কার্ল মার্কসকে স্মরণ

আগরতলা : মার্কসবাদই হচ্ছে একমাত্র বিকল্প। মার্ক্সবাদই হচ্ছে একমাত্র সমাজকে তাঁর বাস্তব জীবনে অন্ন-বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য-র মতো মৌলিক বিষয় সমাধানে এবং পৃথিবীকে একটা উন্নত সমাজ ব্যবস্থা উপহার দিতে পারে।মহান দার্শনিক কার্ল মার্কসের জন্মদিনে একথা বললেন বামফ্রন্টের আহ্বায়ক নারায়ণ কর। প্রতিবছর সারা দেশের সঙ্গে রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয় সর্বহারার মহান দার্শনিক ও পথ প্রদর্শক কার্ল মার্কসের জন্মদিন। এবছর তাঁর ২০৭ তম জন্মদিন পালন করা হয়। রবিবার সকালে সিপিএম রাজ্য দপ্তরে হয় শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান। উপস্থিত ছিলেন বামফ্রন্টের আহ্বায়ক নারায়ণ কর, প্রাক্তন মন্ত্রী রতন ভৌমিক, সিপিএম নেতা সুধন দাস, শ্যামল দে সহ অন্যরা। তারা কার্ল মার্কসের প্রতিকৃতিতে ফুলমালা অর্পণ করেন। নারায়ণ কর এদিন বলেন, কার্ল মার্কস ছিলেন বিশ্বের কমিউনিস্ট, প্রগতিশীল মানুষের শিক্ষক। তিনি মার্কসের জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন।

Related posts

Power Minister extends financial help to two needy families in Mohanpur

প্রথম ডিভিশন ফুটবলে ফরোয়ার্ড ক্লাব ও টাউন ক্লাবের হাড্ডাহাড্ডি লড়াই, ম্যাচ ড্র

বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার উদ্যোগে শিক্ষা অধিকর্তাকে ডেপুটেশন, কিচেন গার্ডেন নিয়ে একাধিক দাবি