রাজ্যে ভুয়ো ফিজিওথেরাপিস্টসদের ছড়াছড়ি

আগরতলা : রাজ্যে পাল্লা দিয়ে বাড়ছে ভুয়ো ফিজিওথেরাপিস্টদের সংখ্যা। অভিযোগ ইদানিংকালে এই ভূয়ো ফিজিওথেরাপিস্টসরা ফিজিওথেরাপি শব্দটি বিভিন্নভাবে ব্যবহার করছে। এদের বাড়ন্ত রাজ্যের একটা বিশাল অংশের গরিব লোকজনকে আর্থিক ক্ষতিসহ স্বাস্থ্যের ক্ষতির দিকে নিয়ে যাচ্ছে।পর্যাপ্ত যোগ্যতা এবং অভিজ্ঞতা ছাড়া শুধুমাত্র ফিজিওথেরাপি শব্দটি ব্যবহার করে বিভিন্ন অংশের রোগীদের থেকে আর্থিক উপার্জনের চেষ্টা করে যাচ্ছে ভুয়ো ফিজিওথেরাপিস্টসরা। অভিযোগ রাজ্যের বিভিন্ন জায়গায় এবং আগরতলা শহরের বিভিন্ন অলিগলিতে বডি মেসেজ, পঞ্চকর্মার নাম দিয়ে অবাধে অবৈজ্ঞানিকভাবে ফিজিওথেরাপি চিকিৎসা করা হচ্ছে। রবিবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ করেন দ্য ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ফিজিওথেরাপিস্ট ত্রিপুরা রাজ্য শাখার সম্পাদক সৌম্য ভট্টাচার্য। তিনি জানান এ নিয়ে আইনি ভাবে তারা ব্যবস্থা নেবেন। তারা মুখ্যমন্ত্রীর কাছে আহ্বান জানান বিষয়টি দেখার জন্য। ভুয়ো ফিজিওথেরাপিটদেড় কার্যকলাপের নিন্দা জানান সংগঠনের নেতৃত্ব। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সহ অন্যান্যরা।

Related posts

কেন্দ্রীয় বাজেটের প্রতিবাদ জানাল আমরা বাঙালী

চুরি যাওয়া সামগ্রী সহ দুই চোরকে জালে তুলল পুলিস

বিদ্যাদেবী সরস্বতীর আরাধনায় ব্রতী হয়েছেন সকলে