পড়ুয়াদের বিক্ষোভ রাম ঠাকুর কলেজে

আগরতলা : ভর্তির সময় আই কার্ড ও কলেজ উন্নয়নের জন্য টাকা নেওয়া হলেও কিছু হচ্ছে না বলে অভিযোগ পড়ুয়াদের। তাই বাধ্য হয়ে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ব্যানারে পড়ুয়ারা আন্দোলনে নামলেন। ঘটনা রাজধানীর রাম ঠাকুর মহাবিদ্যালয়ে। অভিযোগ প্রথম সেমিস্টারের ভর্তির সময় পড়ুয়াদের কাছ থেকে আই কার্ডের জন্য মাথাপিছু ৮০ টাকা ও কলেজ উন্নয়নের নামে ১০০ টাকা করে নেওয়া হয়। আরও অভিযোগ দ্বিতীয় সেমিস্টারের সময়েও একই ভাবে টাকা নেওয়া হচ্ছে। কিন্তু অনেক ছাত্র- ছাত্রীই প্রথম সেমিস্টারের আই কার্ডই পায়নি। তাদের অভিযোগ গ্রীষ্মের গরমের মধ্যে কলেজে নেই বিশুদ্ধ পানীয় জল, পরিচ্ছন্ন শৌচালয়ের কোন ব্যবস্থা। গরমের মধ্যে ক্লাস রুমে নেই বৈদ্যুতিক পাখার ব্যবস্থা। ফলে সমস্যায় পড়ুয়ারা। তাই বাধ্য হয়ে সোমবার তারা বিক্ষোভে শামিল হন। তারা অধ্যক্ষের কাছে জানতে চান প্রথম সেমিস্টারের সময়ে নেওয়া টাকা কোথায় যাচ্ছে? উপস্থিত ছিলেন সংগঠনের বাধারঘাট নগর সম্পাদক অনিমেষ দত্ত সহ অন্যরা।

Related posts

কেন্দ্রীয় বাজেটের প্রতিবাদ জানাল আমরা বাঙালী

চুরি যাওয়া সামগ্রী সহ দুই চোরকে জালে তুলল পুলিস

বিদ্যাদেবী সরস্বতীর আরাধনায় ব্রতী হয়েছেন সকলে