নেশার বিরুদ্ধে সচেতনতামূলক কর্মসূচী

আগরতলা : নেশার রমরমা রাজ্যের সর্বত্র। উঠতি বয়সী ছেলে-মেয়েদের পাশাপাশি যুবক-যুবতীরা নেশায় আসক্ত হয়ে পড়ছে। অকালে ঝড়েও যাচ্ছে বহু প্রাণ। বিপথে পরিচালিত হচ্ছে যুব সমাজ। এই অবস্থায় ত্রিপুরাকে নেশামুক্ত গড়ে তোলার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। মুখ্যমন্ত্রীর এই আহ্বানে সাড়া দিয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় চলছে প্রচারাভিযান। রাজধানীর বাণী বিদ্যাপীঠ উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এনএসএস ইউনিটও এগিয়ে এসেছে। প্রায় একমাস ধরে এনএস এস স্বেচ্ছাসেবকরা কর্মসূচী হাতে নিয়ে প্রচার চালাচ্ছে। আগরতলা শহরে পোস্টার লাগিয়েছে তারা। সোমবার বর্ডার গোলচক্কর এলাকায় রেলি করে বাড়ি বাড়ি লিফলেট বিলি করে ছাত্রীরা। এদিন সচেতনতা মূলক লিফলেট বিলি কর্মসূচীতে ছিলেন স্কুলের এন এস এস প্রোগ্রাম অফিসার শ্যামল দে। কর্মসূচী ঘিরে ভালো সাড়া পড়ে।

Related posts

Govt committed to promote art, culture, literature: CM

পাট্টা প্রাপক কৃষকরাও প্রধানমন্ত্রী কৃষাণ সম্মান নিধি প্রকল্পের সুযোগ-সুবিধা পেয়ে থাকেন—কৃষিমন্ত্রী

কলা, সংস্কৃতি ও সাহিত্যের প্রচার ও প্রসারে প্রতিশ্রুতিবদ্ধ রাজ্য সরকার: মুখ্যমন্ত্রী