অক্ষয় তৃতীয়াতে নিয়ম মেনে হয় হাল খাতার যাত্রা

আগরতলা : অক্ষয় মানে যা কোন অক্ষয় নেই। অক্ষয় তৃতীয়া হল হিন্দু পঞ্জিকা মতে বৈশাখ মাসের শুক্লা তৃতীয়া অর্থাৎ শুক্লপক্ষের তৃতীয়া তিথি। এটি হিন্দু ও জৈন ধর্মাবলম্বীদের কাছে একটি বিশেষ তাৎপর্যপূর্ণ তিথি। এইদিনে বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম জন্ম নিয়েছিলেন।অক্ষয় তৃতীয়াতে বিভিন্ন মন্দির এমনকি ব্যবসায়ী প্রতিষ্ঠানেও পূজা হয়। বাংলা নববর্ষের মতো এদিনেও ব্যবসায়ীরা ব্যবসার শ্রীবৃদ্ধির জন্য হালখাতার যাত্রা করান। এদিনে বিভিন্ন মন্দিরে ব্যবসায়ীরা এসে পূজা দেন। রাজধানীর লক্ষ্মি নারায়ণ বাড়িতে প্রতি বছর হয় পূজার্চনা। শুক্রবার সকাল থেকে ব্যবসায়ীরা ভিড় করেন। সেখানে তারা হাল খাতার যাত্রা করান।অনেক ব্যবসায়ী আবার দোকানেও পূজা দিয়ে হাল খাতা খুলেন।এক পুরোহিত জানান, হিন্দু শাস্ত্রমতে আজকের দিনে যা কিছু শুভ কাজ করা যায় তার ক্ষয় হয় না। অক্ষয় থাকে। যে অক্ষয় তৃতীয়ার সঙ্গে জুড়ে থাকে হালখাতার বিষয়ও৷ পয়লা বৈশাখের বদলে

Related posts

Power Minister extends financial help to two needy families in Mohanpur

প্রথম ডিভিশন ফুটবলে ফরোয়ার্ড ক্লাব ও টাউন ক্লাবের হাড্ডাহাড্ডি লড়াই, ম্যাচ ড্র

বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার উদ্যোগে শিক্ষা অধিকর্তাকে ডেপুটেশন, কিচেন গার্ডেন নিয়ে একাধিক দাবি