223
আগরতলা : অক্ষয় তৃতীয়া ও চন্দনযাত্রা উপলক্ষে ইসকন আগরতলা শাখার উদ্যোগে শুক্রবার রাজধানীতে বের হল নগর সংকীর্তন।বিশ্ব শান্তি কামনায় এই নগর সংকীর্তন বের করা হয়। শহরের বিভিন্ন জায়গা থেকে ভক্তরা এই নগর সংকীর্তনে অংশ নেন। মঠ চৌমুহনী ইসকন মন্দিরের সামনে থেকে বের হয়ে বিভিন্ন জায়গা ঘুরে। পরে স্থানীয় একটি দীঘিতে হয় নৌকা বিহার। পরে ইসকন মন্দিরে হয় অনুষ্ঠান। এতেও ভক্তরা শামিল হন।