২০২৩-২৪ অর্থবছরে নিট মুনাফা বেড়েছে গ্রামীণ ব্যাঙ্কের

আগরতলা : ত্রিপুরা গ্রামীণ ব্যাংক এর আর্থিক বৃদ্ধির হার বেড়েছে ২০২৩-২৪ অর্থবর্ষে। এই অর্থ বছরে গ্রামীণ ব্যাঙ্কের ব্যবসা বৃদ্ধি হয়েছে ১২৩৯৮.৫৫ কোটি টাকা। বেড়েছে গ্রামীণ ব্যাঙ্কের নিট লভ্যাংশও। চলতি বছরের ৩১ মার্চ শেষ হওয়া অর্থবছরে নিট মুনাফা হয় ২৭.৯২ কোটি টাকা।শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই তথ্য দেন ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্কের চেয়ারম্যান সত্যেন্দ্র সিং। সাংবাদিক সম্মেলনে ছিলেন ব্যাঙ্কের জেনারেল ম্যানেজার শিশির কুমার রোহতগি এবং সন্তোষ কুমার রাওয়াত। ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্কের সদর কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে চেয়ারম্যান সাংবাদিকদের প্রশ্নোত্তরে জানান, চাকরিচ্যুত শিক্ষক- শিক্ষিকা যারা গ্রামীণ ব্যাংক থেকে লোন নিয়েছেন তাদের নিয়মের মধ্যে থেকে সুযোগ দেওয়া হচ্ছে। তবে লোনও নিয়ম নীতি মেনেই তাদের থেকে নেওয়া হচ্ছে। সাংবাদিক সম্মেলনে চেয়ারম্যান জানান, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক ১৯৭৬ সালে যাত্রা শুরু করেছিল।ধীরে ধীরে ব্যাঙ্কের শ্রীবৃদ্ধি ঘটেছে। তবে ৯০-র দশকে ক্ষতির মুখে পড়েছিল। তবে এখন মুনাফা বাড়ছে গ্রামীণ ব্যাঙ্কের। এই ব্যাঙ্কের শেয়ার হোল্ডার ভারত, ত্রিপুরা সরকার ও পি এন বি। বর্তমানে ত্রিপুরায় এই ব্যাঙ্কের ১৫০ টি শাখা, ১২ টি ছোট শাখা রয়েছে। এছাড়াও বিভিন্ন বিষয় তুলে ধরেন চেয়ারম্যান।

Related posts

Smart Meters installation begins in govt offices, Minister residences: Power Minister

পশ্চিম জেলার ১২ টি জায়গায় হবে মহড়া

বিজেপি সরকারের সমালোচনায় প্রদেশ কংগ্রেস মুখপাত্র