আগরতলা : সিপিএম রাজ্য সম্পাদক, প্রদেশ কংগ্রেস সভাপ্তিরমত বিরোধী দলনেতার গলায় একসুর। আর্থিক লেনদেনের কারণেই যে ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের ভেতরে এতো বড় ঝামেলা তা বিরোধী তিন দলের বক্তব্যেই স্পষ্ট। কয়েকদিন ধরে টি সি এতে চলা ঝামেলার বড় রূপ ধারন করে শনিবার। অভিযোগ এদিন অফিসে ঢুকতে গিয়ে আক্রান্ত হন এসোসিয়েশনের সহ-সভাপতি তিমির চন্দ সহ অন্যরা। অভিযোগ খোদ পুলিসের সামনে ঘটে এই ঘটনা।উত্তেজনা ছড়ায় পোস্ট অফিস চৌমুহনী চত্বরে। রবিবার এই বিষয় নিয়ে বিরোধী দলনেতা প্রতিক্রিয়া জানতে চান সাংবাদিকরা। বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা বলেন, ত্রিপুরা রাজ্যে যারা ক্রিকেটের কর্ণধার, তারা কেউই ক্রিকেটার নন। দুঃখের বিষয়ে একটা সময় ত্রিপুরা দলের অধিনায়ক ছিলেন তিমির চন্দ। সেই তিমির চন্দ নির্যাতনের শিকার হয়েছেন। ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রীর নীরবতা নিয়েও সরব হন। তিনি বলেন, এর পেছনে অর্থের কোন বিষয় রয়েছে।