মিটতে চলেছে জ্বালানি সমস্যা

আগরতলা : অবশেষে জ্বালানি সমস্যার নিরসন হতে চলছে। রবিবার থেকেই সম্ভবত স্বাভাবিক হয়ে যাবে পেট্রোল সংকট।দ্রুত রাজ্যের জ্বালানি সমস্যা নিরসনে পদক্ষেপ নেওয়ায় রাজ্যের মুখ্যমন্ত্রী ধন্যবাদ জানিয়েছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে।শনিবারই ৪৯ টি ওয়াগন পেট্রোল- ডিজেল নিয়ে রওয়ানা দিয়েছে। রাতেই ধর্মনগরে পৌঁছে যাবে ট্রেনের এই ওয়াগনগুলি। এর মধ্যে রয়েছে ১৯ টিতে ডিজেল ও ৩০ টিতে পেট্রোল। ধর্মনগরে পৌঁছে যাওয়ার পরেই ট্যাংকারে করে রাজ্যের বিভিন্ন পাম্পের উদ্দেশ্যে যাবে জ্বালানি। ফলে আর থাকবে না সমস্যা। প্রায় এক পক্ষকাল ধরে জ্বালানির যে সমস্যা তৈরি হয়েছিল তা অচিরেই মিটে যাবে। স্বস্তি মিলবে আমজনতার। কারণ জ্বালানির জন্য সকাল থেকে রাত পর্যন্ত দীর্ঘ লাইন দাঁড়িয়ে থাকতে হয়েছে লোকজনকে। কাজকর্ম ফেলে জ্বালানির জন্য লাইনে দাঁড়িয়েও কোথাও কোথাও মিলেনি। ফলে ক্ষোভ ছড়িয়েছে জনমনে। শনিবারও বিভিন্ন পেট্রোল পাম্পের সামনে লাইন দেখা যায়। উল্লেখ্য ২৬ এপ্রিলের পর শনিবার প্রথম পিওএল রেক আসামের জাটিঙ্গা-হারাঙ্গার মধ্যে ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকা অতিক্রম করেছে।

Related posts

North Tripura to benefit from new agricultural schemes: CM

রাজ্যের মৃৎ শিল্পী, মণ্ডপ সজ্জা ও আলোক সজ্জার সাথে যুক্ত শিল্পীদের নিয়ে কর্মশালা করার উপর গুরুত্ব দেন মুখ্যমন্ত্রী

লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট -৩২২ জির উদ্যোগে প্রথম বারের মতো অনুষ্ঠিত হয় মেগা ফ্রি শপিং ফেস্টিভ্যাল