১৩ থেকে ১৮ মে রাজ্য জুড়ে ডেপুটেশন- বিক্ষোভ কর্মসূচীর ঘোষণা সিপিএম-র

আগরতলা : দুশ টাকার পেট্রোল নিতে দেড়-দু কিলোমিটার দীর্ঘ লম্বা লাইনে দাঁড়িয়ে পুলিশের লাঠি খাওয়ার গ্যারান্টি।গ্রামগঞ্জে কাজ-খাদ্য না থাকার গ্যারান্টি। রেগার কাজ করে টাকা না পাওয়ার গ্যারান্টি।এতগুলো গ্যারান্টির বিরুদ্ধে রাস্তায় নামতে চলেছে সিপিআইএম দল।আগামী ১৩ মে থেকে ১৮ মে পর্যন্ত রাজ্যের সব ব্লক স্তর থেকে মহকুমা স্তর পর্যন্ত শান্তিপূর্ণ  ডেপুটেশন ও বিক্ষোভ জানাবে দল।আগরতলায় ১৪ মে এই কর্মসূচী পালন করা হবে। শনিবার মেলারমাঠ দশরথ দেব ভবনে এক সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা দিয়ে সিপিআইএম রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বলেন,বর্ষা নামার আগেই সামান্য ঝড় বৃষ্টিতে সাধারণ পরিষেবা একেবারেই ভেঙে পড়েছে।অভিযোগ সরকারের কোনো আগাম প্রস্তুতি ছিল না।তিনি বলেন পানীয় জলের ব্যবস্থা করা, বিদ্যুত পরিষেবা,জলসেচ, পরিবহন ব্যবস্থা সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সরবরাহ স্বাভাবিক রাখাই ছিল সরকারের আসল গ্যারান্টি ।সেসব চুলোয় দিয়ে মুখ্যমন্ত্রী সহ প্রায় মন্ত্রীসভাই রাজ্যের বাইরে।ইলেকশন করুন ঠিক আছে কিন্তু রাজ্যের মানুষের জন্য সরকারী সিদ্ধান্ত কে দেবে?কে দেবে এই  গ্যারান্টি?তিনি বললেন সিপিআইএমের রাজ্য কমিটির সম্পাদকমন্ডলির সভায় এই নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।সাংবাদিক সম্মেলনে প্রাক্তন মন্ত্রী মানিক দে বলেন সেকেরকোটে এফ সি আই এবং আই ও সির সহায়তা নিয়ে জমি অধিগ্রহণ করে ঐ কাজ হাতে নেওয়া হয়েছিল।বর্তমান সরকার কিছুই করেনি বলে উনার অভিযোগ।তিনি বলেন বাফার স্টক করা না হলে এই বর্ষায় জনগনের সংকট ভয়াবহ হবে।রাজ্যে নারীদের ওপর আক্রমণ বেড়েছে বলে অভিযোগ করে মানিক দে বলেন ভারতরত্ন সংঘের সম্পাদক খুনের সাথে জড়িতদের গ্রেফতার করতে হবে ।এই খুন রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতির ভয়াবহতা  জানান দিচ্ছে বলে মানিক দে অভিযোগ করেন।প্রাক্তন সাংসদ নারায়ণ কর বলেন পঞ্চায়েত নির্বাচন করার প্রস্তুতি শুরু হয়েছে, ভালো, কিন্তু এই ভোট কীভাবে করবেন সেটা বলুন রাজ্যের নির্বাচন কমিশন।তিনি বলেন কমলাপুরে সর্বদলীয় বৈঠকে যোগ দিতে গিয়ে সিপিআইএম দলের নেতৃত্ব আক্রান্ত হয়েছেন।তিনি প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন এইভাবেই কি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ক্ষমতাসীন দল?

Related posts

ফের দূরপাল্লার ট্রেন থেকে বিপুল নেশাসামগ্রী উদ্ধার

রক্তদান এখন রাজ্যে সামাজিক আন্দোলনের রূপ পাচ্ছে

সিপিএম সদর মহকুমা কমিটির দুই দিনের সম্মেলন শুরু