আগরতলা : রাজ্যে এসেই সংবর্ধিত পদ্মশ্রী স্মৃতি রেখা চাকমা। শনিবার দিল্লি থেকে এমবিবি বিমানবন্দরে আসার পরে উনাকে স্বাগত জানান লোকজন। সেখান থেকে রেলি করে নিয়ে আসা হয় রাজধানীর বুদ্ধমন্দির বেনুবন বিহারে।চাকমা ইয়ুথ কালচারাল ফোরামের উদ্যোগে শনিবার বেনুবণ বুদ্ধ বিহারে সম্বর্ধনা দেওয়া হয় চাকমা সমাজের প্রথম পদ্মশ্রী পুরস্কার প্রাপক স্মৃতি রেখা চাকমাকে। সম্প্রতি বস্ত্র বয়ন শিল্পে অনবদ্য কৃতিত্ব রাখার জন্য চাকমা জাতির গৌরব স্মৃতি রেখা চাকমাকে পদ্মশ্রী সম্মানে সম্মানিত করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ৯ মে নয়াদিল্লিতে তাঁকে সম্মাননা দেন রাষ্ট্রপতি। শনিবার দিল্লি থেকে আগরতলায় আসেন পদ্মশ্রী স্মৃতি রেখা চাকমা।এদিনই তাকে সংবর্ধনা দেওয়া হয়। বেনুবন বৌদ্ধ বিহারে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পদ্মশ্রী স্মৃতি রেখা চাকমা, বেণুবন বুদ্ধ বিহারের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খেমাচারা ভান্তে, বিশিষ্ট সাংবাদিক স্রোত রঞ্জন খীসা, বিশিষ্ট লেখক গৌতম লাল চাকমা, বিশিষ্ট শিক্ষাবিদ যোগমায়া চাকমা, চাকমা ইয়ুথ কালচারাল ফোরামের সভাপতি অমিতাভ চাকমা। চাকমা জনজাতিদের মধ্যে একজন দক্ষ বস্ত্রবয়ন শিল্পী স্মৃতিরেখা চাকমা। ত্রিপুরার ঐতিহ্যপূর্ণ বস্ত্রশিল্পের কারিগর হওয়ার পাশাপাশি টেক্সটাইলস ক্ষেত্রের আধুনিক ঐতিহ্যবাহী ডিজাইনারও তিনি। স্মৃতিরেখা চাকমার জন্ম ১৯৬৪ সালের ২০ সেপ্টেম্বর। কিশোর বয়স থেকেই তিনি চাকমাদের প্রথাগত কোমড় তাঁত দিয়ে বয়ন শুরু করেন। পরবর্তীতে খুব কম বয়সেই এই ক্ষেত্রে দক্ষ হয়ে উঠেন তিনি।
রাজ্যে এসেই সংবর্ধিত পদ্মশ্রী স্মৃতি রেখা চাকমা
594
previous post