৫ দিনের পুলিস রিমান্ড অভিযুক্ত আকাশ করের

আগরতলা : ভিকি হত্যা মামলায় অভিযুক্ত শ্যুটার সন্দীপ কর ওরফে আকাশকে ৫ দিনের পুলিস রিমান্ডে পাঠাল আদালত।তাকে ফের ১৬ মে আদালতে তোলা হবে। একথা জানান সরকারি আইনজীবী শঙ্কর লোধ।শহরতলীতে চাঞ্চল্যকর ভারতরত্ন সংঘের সম্পাদক খুনকাণ্ডে অভিযুক্ত শ্যুটার আকাশ করকে রাজ্যে নিয়ে আসে পুলিস। শনিবার বিমানে তাকে রাজ্যে নিয়ে আসা হয়। এম বি বি বিমানবন্দর থেকে নিয়ে আসা হয় রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবিতে।সেখানে মেডিক্যাল চেকআপ করানোর পরে ধৃত অভিযুক্তকে আদালতে সোপর্দ করা হয় ১০ দিনের রিমান্ড চেয়ে। অভিযুক্তের পক্ষে জামিনের আবেদন করা হলেও তা নাকচ করে দেন আদালত। ধৃতকে ৫ দিনের রিমান্ডে পাঠায় আদালত। ৯ মে ঝাড়খণ্ডের একটি রেলস্টেশনে আকাশ করকে আটক করা হয়। সেদিন রাতের বিমানেই রাজ্য থেকে পুলিসের একটি টিম সেখানে যায় তাকে নিয়ে আসার জন্য।ট্রানজিট রিমান্ডে অভিযুক্তকে রাজ্যে নিয়ে আসে পুলিস। ভারত রত্ন সংঘের সম্পাদক দুর্গা প্রসন্ন দেব ওরফে ভিকি খুন কাণ্ডে পুলিস ইতিমধ্যে ৫ জনকে আটক করেছে। এদের মধ্যে রয়েছে একজন যুবতী।উল্লেখ্য ৩০ এপ্রিল সন্ধ্যারাতে শালবাগান এলাকায় গুলি করে হত্যা করা হয় ভিকিকে।

Related posts

Smart Meters installation begins in govt offices, Minister residences: Power Minister

পশ্চিম জেলার ১২ টি জায়গায় হবে মহড়া

বিজেপি সরকারের সমালোচনায় প্রদেশ কংগ্রেস মুখপাত্র