প্রজাপিতা ব্রহ্মাকুমারি ঈশ্বরিয় বিশ্ববিদ্যালয়ে রক্তদান শিবিরে মুখ্যমন্ত্রী

আগরতলা : রক্তদানের চেয়ে আর বড় কিছু হতে পারে না।মানুষ মানুষের জন্য এটা স্মরণে রাখার জন্য রক্তদান শিবির খুব প্রয়োজন।একজনের রক্ত দিয়ে চারজনকে বাঁচিয়ে তোলা যায়। রবিবার এক রক্তদান শিবিরে একথা বললেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এদিন প্রজাপিতা ব্রহ্মাকুমারি ঈশ্বরিয় বিশ্ববিদ্যালয়-র তরফে রক্তদান শিবির করা হয়।রাজধানী আড়ালিয়া জ্ঞানোদয় ভবনে হয় রক্তদান শিবির।উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায় সহ প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরিয় বিশ্ববিদ্যালয়ের মমতা বেহেনজি সহ অন্যরা।রক্তদান শিবির ঘিরে রক্তদাতাদের মধ্যে বেশ উৎসাহ লক্ষ্য করা যায়।এদিন শিবিরে আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন, জনসংখ্যার ১ শতাংশ রক্ত ব্লাড ব্যাঙ্কে মজুত রাখতে হয়। রক্ত দীর্ঘদিন ব্লাড ব্যাঙ্কে রাখা যায় না। রক্ত নষ্ট হয়ে যায়। ত্রিপুরার মানুষ মানবতাবোধ সর্বদায় দেখিয়েছেন।তিনি বলেন,নির্বাচনের সময় গুলিতে কিছুটা রক্তের সংকট দেখা দেয়।প্রধানমন্ত্রীর হাত ধরে রামলালার প্রাণ প্রতিষ্ঠার প্রসঙ্গ টেনে তিনি বলেন, সারা ভারতে যেন রামময় হয়ে গেছে। মুখ্যমন্ত্রী বলেন, সবাইকে নিয়ে চলার দিশায় কাজ করছে বর্তমান সরকার। মানুষের সেবার উপরে আর কিছু হতে পারে না।

Related posts

সরকারি দপ্তরে একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে পথে নামলো বাম যুবরা

মশার উৎপাত বন্ধের দাবিতে সোচ্চার সিপিএম

শ্রমিকদের সুরক্ষার উপরে জোর দেওয়া হয়েছে জাতীয় সুরক্ষা সপ্তাহে