সাংবাদিক আক্রমণের ঘটনায় আটক ৫

আগরতলা : রাজধানীতে রাতের আঁধারে সাংবাদিক আক্রমণের ঘটনায় গ্রেপ্তার অভিযুক্ত ৫ জন। রবিবার তাদের আদালতে সোপর্দ করে পুলিস। ঘটনাটি ঘটে ১০ মে রাতে। জানা গেছে কাজ সেরে গাড়ি নিয়ে বাড়ি ফিরছিলেন সাংবাদিক বাপী রায়। গণরাজ চৌমুহনী এলাকায় ৫ যুবক রাস্তায় দাঁড়ানো ছিল। বাপী রায় যাওয়ার জন্য তাদের রাস্তা থেকে সরে জায়গা দেওয়ার কথা বলায় এনিয়ে ঝামেলা হয়। অভিযোগ একসময় বাপী রায়কে ৫ জন মিলে আক্রমণ করে এবং মাথায় আঘাত করে। ঘটনার পরে হাসপাতালে গিয়ে চিকিৎসা করান সাংবাদিক বাপী রায়। পূর্ব আগরতলা থানায় মামলাও করেন। পুলিস সেখানকার সিসিটিভি ক্যামেরা দেখে এক নম্বরহীন স্কুটির সূত্র ধরে শনি ও রবিবার সকালে ৫ জনকে আটক করে।

Related posts

সরকারি দপ্তরে একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে পথে নামলো বাম যুবরা

মশার উৎপাত বন্ধের দাবিতে সোচ্চার সিপিএম

শ্রমিকদের সুরক্ষার উপরে জোর দেওয়া হয়েছে জাতীয় সুরক্ষা সপ্তাহে