আগরতলা : চতুর্থ মোহন্ত মহারাজ শ্রীমৎ ভবতোষ বন্দ্যোপাধ্যায়ের তিরোধান দিবস উপলক্ষে সামাজিক কর্মসূচী রাজধানীর বনমালিপুর রাম ঠাকুর সেবা মন্দিরের। রবিবার সেবা মন্দিরে হয় মুমূর্ষু রোগীর সেবায় রক্তদান শিবির। এতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, রাম ঠাকুর সেবা মন্দিরের সম্পাদক স্বপন কুমার বণিক, বরিষ্ঠ সাংবাদিক সুবল কুমার দে সহ অন্যরা। অতিথিরা রক্তদান শিবির ঘুরে দেখেন এবং রক্তদাতাদের উৎসাহ দেন। রক্তদান শিবিরে আলোচনা করতে গিয়ে রক্তের গুরুত্ব তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, যুব সমাজকে রক্তদানে বেশি করে এগিয়ে আসতে হবে। রক্ত বেশি দিন মজুত করে রাখা যায় না। একটা নির্দিষ্ট সময় রক্ত নষ্ট হয়ে যায়। মুখ্যমন্ত্রী বলেন, বিশেষ করে নির্বাচনের সময় ব্লাডব্যাঙ্ক গুলিতে রক্তের সঙ্কট দেখা দেয়। কারণ নির্বাচনের সময়ে রক্তদান শিবির কম হয়।এক দেশ এক নির্বাচন হলে ভালো হয়। তিনি আরও বলেন রক্ত কারখানায় তৈরি হয় না। রক্তদান ও গ্রহণের মধ্য দিয়ে রক্তদাতা এবং রক্তগ্রহীতা উভয়ে ঐশ্বরিক অনুভূতি হয়। কারণ রক্তদাতা নিজেও জানেন না তাঁর শরীরের রক্ত অন্য কার শরীরে যাচ্ছে এবং রক্ত গ্রহিতারও শরীরে কার শরীর থেকে রক্ত মিলছে। রাম ঠাকুর সেবা মন্দিরে এদিন শিবির ঘিরে বেশ সাড়া পড়ে। রাজ্যের ব্লাড ব্যাংক গুলিতে রক্তের সংকট নিরসনে এ ধরণের শিবির প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।
মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে শ্রীমৎ ভবতোষ বন্দ্যোপাধ্যায়ের তিরোধান দিবস উপলক্ষে রক্তদান শিবির
143
previous post