আগরতলা : ত্রিপুরায় ৩৫ বছরের সিপিএম-র জমানায় নাই রাজ্যের দিকে মানুষকে ঠেলে দিয়েছিল। একটা নৈরাজ্য তৈরি করেছিল প্রশাসন থেকে শুরু করে সর্বস্তরে। সেই নৈরাজ্য ও নেই রাজ্যের ভুত এখনও সিপিএমকে তাড়া করে। রবিবার ত্রিপুরা প্রদেশ বিজেপি অফিসে সাংবাদিক সম্মেলনে এই মন্তব্য করেন দলের মুখপাত্র সুব্রত চক্রবর্তী। শনিবার সিপিএম-র তরফে সাংবাদিক সম্মেলন করে বিভিন্ন বিষয় তুলে ধরে আন্দোলন সূচি ঘোষণা দেওয়া হয়। সেই বিষয়গুলি খণ্ডন করে রবিবার সাংবাদিক সম্মেলন করে বিজেপি। এদিন সাংবাদিক সম্মেলনে বিজেপির মুখপাত্র ছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা, মিডিয়া ইনচার্জ সুনিত সরকার। মুখপাত্র সুব্রত চক্রবর্তী এদিন বলেন, গোটা রাজ্যের মানুষের কাছে খাদ্যের যোগান থেকে শুরু করে আর্থিক সংস্থান দিনের পর দিন মজবুত হচ্ছে। এর বড় প্রমাণ মানুষের মাথাপিছু গড় আয় বৃদ্ধি, জি এস ডি পি। মানুষের মাথাপিছু আয় বেড়েছে। মানুষের ক্রয়ক্ষমতা বেড়েছে বলেও তিনি দাবি করেন। আরও বলেন যেখানে যেখানে সাফল্য দরকার সেই লক্ষে সরকার কাজ করছে। তিনি এদিন দাবি করেন ম্যালেরিয়া মৃত্যু নিয়ে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে সিপিএম। কারো মৃত্যু ম্যালেরিয়ায় হয়নি। বিভ্রান্তি ছড়াচ্ছে সিপিএম। যে ব্যক্তি মারা গেছেন তিনি ডাইরিয়ায় আক্রান ছিলেন। এটা প্রাথমিক ভাবে চিহ্নিত করা হয়েছে। মুখপাত্র দাবি করেন রাজ্যে স্বাস্থ্য পরিকাঠামো ঢেলে সাজানো হচ্ছে। এছাড়াও বিভিন্ন বিষয়ে সিপিএম-র অভিযোগ খণ্ডন করে পাল্টা দেন সুব্রত চক্রবর্তী।