আগরতলা এডভারটাইজিং এসোসিয়েশনের প্রথম সাধারণ সভায় নতুন কমিটি গঠিত

আগরতলা : আগরতলা এডভার্টাইজিং এসোসিয়েশনের প্রথম সাধারণ সভা হয় রবিবার।এদিন আগরতলা প্রেস করে হয় সাধারণ সভা। যারা রাজ্যের বিভিন্ন বিষয়ে বিজ্ঞাপন এবং প্রচারের সঙ্গে যুক্ত আছেন তাদেরকে নিয়ে এই সংগঠন গড়ে উঠে। এবারই প্রথম এই সংস্থার সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে প্রথমে সম্পাদক আয়- ব্যয়ের হিসেব পেশ করেন।সবশেষে সর্বসম্মতিক্রমে সংস্থার নতুন কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটির কনভেনার হলেন মিতালী গঙ্গোপাধ্যায়, গোপাল দে, বাসুদেব কর্মকার। সংস্থার সভাপতি হয়েছেন বিশ্বজিৎ সাহা, টুটন সাহা, নিতুরঞ্জন দাস। নতুন সম্পাদক হয়েছেন রাজু ভৌমিক সদানন্দ দেবরায় ও জয়েশ ভৌমিক। কোষাধ্যক্ষ হয়েছেন দুজন। এরা হলেন গৌতম দাস ও দেবজ্যোতি বনিক। আর অফিস সম্পাদক হয়েছেন সুজন সিনহা।এই কমিটি আগামী দুবছর সংস্থার পরিচালন কমিটি হিসেবে কাজ করবে।

Related posts

কেন্দ্রীয় বাজেটের প্রতিবাদ জানাল আমরা বাঙালী

চুরি যাওয়া সামগ্রী সহ দুই চোরকে জালে তুলল পুলিস

বিদ্যাদেবী সরস্বতীর আরাধনায় ব্রতী হয়েছেন সকলে