আগরতলা : ছামনু ব্লকের বিভিন্ন ভিলেজ থেকে নারী- পুরুষ অন্যত্র পাড়ি জমাচ্ছেন কাজের জন্য।কারণ দুর্গম এইসব এলাকায় চলছে অভাব-অনটন। সরকারের ঘুম ভাঙাতে দৃষ্টি আকর্ষণ করা হবে। সরকারি উদাসীনতায় ছামুন জুড়ে বিস্তৃর্ণ এলাকায় যেন দুর্ভিক্ষ। সোমবার ছামনু ব্লকের প্রত্যন্ত এলাকা পরিদর্শনে গিয়ে এই অভিযোগ করলেন বিধানসভার বিরোধী দলনেতা জিতেন চৌধুরী। এদিন জিতেন চৌধুরীর নেতৃত্বে ৫ জনের বাম বিধায়ক দল যান প্রত্যন্ত এলাকার বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখতে। বিধায়ক দলে ছিলেন সুদীপ সরকার, রামু দাস, শৈলেন্দ্র নাথ, নয়ন সরকার। তারা এদিন পরিদর্শন করেন পশ্চিম গোবিন্দবাড়ির থালছড়া, গোবিন্দবাড়ির রাসমণি রোয়াজাপাড়া, ৩২ কিমি, থাকচাঙকামী দুর্গম এলাকা। তারা কথা বলেন এলাকার লোকজনের সঙ্গে। শুনেন তাদের অভাব- অভিযোগ। পরে বিরোধী দলনেতা জিতেন চৌধুরী বলেন, এসব এলাকায় ৬ মাস ধরে কোন রেগার কাজ নেই। প্রচণ্ড অভাব। বাংলাদেশে গিয়ে গন্ধকি সংগ্রহ করে আনছেন। তাও প্রায় এক সপ্তাহ সেখানে থেকে মশা- পোকার কামড় খেয়ে। তা বিক্রি করে দেড় দুই হাজার পাবে। এর জন্য অন্য দেশে ঝুঁকি নিয়ে যেতে হচ্ছে। এর থেকে যাতে এদের রক্ষা করার ব্যবস্থা করা হয় সেই দাবি সরকারের কাছে রাখবেন বলে জানান বিরোধী দলনেতা।
প্রত্যন্ত এলাকা পরিদর্শনে গিয়ে লোকজনের সঙ্গে কথা বললেন বাম বিধায়ক দল
108