নিয়ম মেনে মঙ্গলচণ্ডী পূজা হয় রাজবাড়ীর মঙ্গলচণ্ডী মন্দিরে

আগরতলা : প্রাচীন কাল থেকে চলে আসা মঙ্গলচণ্ডী পূজা এবছরও হল রাজধানীর রাজবাড়ী মঙ্গল চণ্ডী মন্দিরে। প্রতি বছরের মতো ঐতিহ্য মেনে রাজবাড়ীতে মঙ্গলচণ্ডী পূজা হয় এবারো।সকাল থেকেই সমস্ত রীতিনীতি মেনে রাজবাড়ির মঙ্গলচণ্ডী মন্দিরে এই পূজা শুরু হয়। মূলত বৈশাখ মাসের সমস্ত মঙ্গলবারে দেবীর পূজা হয়। এই রূপের পূজা হয়।দেবী মঙ্গলচণ্ডী “চণ্ডীমঙ্গল” কাব্যের বর্ণিত সেই দেবী। মঙ্গলচন্ডী হলো প্রকৃতপক্ষে একটি ব্রতের নাম। এই ব্রতে দেবী হিসেবে মা দুর্গার পূজা করা হয়। মূলত রাজ্যের মা বোনেরা মঙ্গলচন্ডী ব্রতানুষ্ঠান করে থাকেন। দেবীর কোনো মূর্তিতে পূজা না করে আবার ঘটেও পূজা করা হয়ে থাকে। পরিবারের মহিলারাই এই ব্রতের ব্রতী হন।বৈশাখ মাসের প্রতি মঙ্গলবার মা মঙ্গলচণ্ডীর আরাধনা করা হয়। বৈশাখ মাসের শেষ মঙ্গলবার আগরতলার রাজবাড়িতে মঙ্গলচন্ডী মন্দিরে ঘটা করে করা হয় মঙ্গলচন্ডী পূজা। মহিলারা প্রতিবারের মতো এবারো ভিড় করেন। সকলের মঙ্গল কামনা ও বিভিন্ন মনোবাসনা পূরণের জন্য মঙ্গল চণ্ডী মায়ের পূজা করে থাকেন বলে জানান এক মহিলা।রাজবাড়ী ছাড়াও বিভিন্ন বাড়ি ঘরে অনুষ্ঠিত হয় মঙ্গলচন্ডী পূজা। এছাড়া অনেকে আবার জ্যৈষ্ঠ- অগ্রহায়ন মাসেও এই পূজা করেন।

Related posts

ড্রাগস সহ ৫ জন গ্রেপ্তার রাজধানীতে

সাড়া জাগিয়ে শুরু হয়েছে যুব সংসদ প্রতিযোগিতা

সরকারকে তিন মাস সময় বেঁধে দিল আত্মসমর্পণকারী বৈরীরা