আগরতলা : চাহিদা থাকলেও দাম বেশি। তাই বিক্রি এখনই তেমনটা নেই। গ্রীষ্মের রসালো ফলগুলির মধ্যে রাজ্যের উৎপাদিত আনারস অন্যতম। সুস্বাদু এই আনারস রাজ্যের বিভিন্ন জায়গায় চাষ হয়। গ্রীষ্মের এই রসালো ফলের চাহিদা এই সময়ে থাকে তুঙ্গে।এবছর বাজারে চলে এসেছে আনারস। মঙ্গলবার রাজধানীর প্যারাডাইস চৌমুহনীতে দেখা গেল বিক্রেতারা আনারস নিয়ে বসেছেন। প্রতিবছর এখানে বিভিন্ন জায়গার আনারস নিয়ে বসেন বিক্রেতারা।এই মরশুমে সবেমাত্র রসালো আনারস বাজারে এসেছে। তাই দাম বেশি বলে জানান এক বিক্রেতা। তিনি জানান, চাহিদা থাকলেও দামের জন্য তেমন বিক্রি নেই। তবে কিছুদিন পরে দাম কমে গেলে বিক্রিও ভালো হবে। বিক্রেতা আরও জানান গণ্ডাছড়া, কাকরাবন, বিশ্রামগঞ্জ এলাকা থেকে এসেছে এই রসালো আনারস। এখন ১০০, ৮০, ৬০ টাকা জোড়া বিক্রি হচ্ছে আনারস।
রসালো আনারসের দাম এখন চড়া
211
previous post