আগরতলা : রাজ্যের প্রধান রেফারেল হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা নিয়ে সরব হল এসইউসিআই।বুধবার দলের তরফে স্মারকলিপি জমা দেওয়া হয় জিবি ও আগরতলা সরকারি মেডিক্যাল কলেজের মেডিক্যাল সুপারের কাছে।এদিন ১০ দফা দাবি সনদ তুলে ধরেন তারা। প্রতিনিধি দলে ছিলেন দলের আগরতলা জেলা সাংগঠনিক কমিটির সম্পাদক সুব্রত চক্রবর্তী, মলিন দেববর্মা, ছাত্র নেতা মৃদুল কান্তি সরকার সহ অন্যরা। সুব্রত চক্রবর্তী বলেন, রাজ্যের বিভিন্ন জায়গা থেকে লোকজন রোগ মুক্তির জন্য এই রেফারেল হাসপাতালে আসেন।তাঁর অভিযোগ জরুরি পরিষেবা গুলি পর্যন্ত এই হাসপাতালে পাওয়া যাচ্ছে না।হাসপাতালে ঘণ্টার পর ঘণ্টা রোগীদের বসে থাকতে হয় চিকিৎসকের জন্য। অভাব রয়েছে বিশেষজ্ঞ চিকিৎসকের। এই অবস্থায় এসইউসিআই-র দাবি হাসপাতালের জরুরি বিভাগ সব সময় সক্রিয় রাখা, রোগীদের প্রয়োজন ভিত্তিক জীবন দায়ী ওষুধ হাসপাতাল থেকেই সরবরাহ, সকল প্রকার পরীক্ষা-নিরিক্ষার ব্যবস্থা ও সময়মতো রিপোর্ট দেওয়া, বিশুদ্ধ পানীয় জল সবসময় সরবরাহ করা, টিকিট দেওয়ার কাউন্টারের সংখ্যা আরও বাড়ানো সহ বিভিন্ন দাবি তাদের।
জিবির মেডিক্যাল সুপার সকাশে এস ইউ সি আই
191
previous post