আগরতলা : স্বামী ধনঞ্জয় দাস কাঠিয়া বাবা মিশন স্কুলের ছাত্রী দেবাঙ্গনা দাস ৯৯ শতাংশ নম্বর পেয়ে সিবিএসই পরিচালিত দ্বাদশ পরীক্ষায় ত্রিপুরায় প্রথম হয়েছে এবছর। শুধু তাই নয়, উত্তর- পূর্বাঞ্চলে সম্ভাব্য প্রথম দেবাঙ্গনা দাস। এই কৃতি ছাত্রী ইতিহাস ও পেইন্টিং এ ১০০ করে নম্বর পেয়েছে।ভূগোলে ৯৯, রাষ্ট্র বিজ্ঞান ও ইংরেজিতে ৯৮ নম্বর করে পায়। কৃতি এই ছাত্রী বুধবার বিকেলে দেখা করে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার সঙ্গে। মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে গিয়ে দেখা করে।সঙ্গে ছিলেন ছাত্রীর অভিভাবক ও স্কুলের কর্মকর্তারা। মুখ্যমন্ত্রী কৃতি ছাত্রীর হাতে উপহার তুলে দিয়ে শুভেচ্ছা জানান।আগামী দিনে কি নিয়ে পড়তে চায় সে সম্পর্কে জেনে নেন।