শিক্ষাভবনের সামনে বিক্ষোভ বাম ছাত্র সংগঠনের

IMG 20240516 124333

আগরতলা : বিদ্যাজ্যোতি প্রকল্পের অধীন স্কুলগুলির নিরাশাজনক ফলাফলের প্রতিবাদ জানিয়ে অফিস লেন শিক্ষা ভবনে বিক্ষোভ ভারতের ছাত্র ফেডারেশন ও উপজাতি ছাত্র ইউনিয়নের। বৃহস্পতিবার দুই সংগঠনের তরফে কর্মীরা মিছিল করে শিক্ষা ভবনে অধিকর্তার কক্ষের সামনে গিয়ে বিক্ষোভ দেখায়। পরে শিক্ষা অধিকর্তার অনুপস্থিতিতে অন্য এক আধিকারিক ডেপুটেশন গ্রহণ করেন। এদিন কর্মসূচীতে উপস্থিত ছিলেন এসএফআই রাজ্য সভাপতি সুলেমান আলি, সম্পাদক সন্দীপন দেব, টিএসইউর সভাপতি নেতাজী দেববর্মা, সাধারণ সম্পাদক সুজিত ত্রিপুরা সহ অন্যরা। তাদের অভিযোগ বিজেপি সরকারের তড়িঘড়ি সিদ্ধান্তের খেসারত দিতে হলো রাজ্যের বেশ কয়েক হাজার ছাত্র-ছাত্রীকে। সিবিএসই-র অধীন মাধ্যমিক ও দ্বাদশে ৭০ শতাংশের উপর বিদ্যাজ্যোতি স্কুলের ফলাফল নৈরাশ্যজনক।রাজ্যের ১২৫টি বিদ্যাজ্যোতি স্কুলের পড়ুয়ারা এবছরই প্রথম সিবিএসই বোর্ডের আওতায় মাধ্যমিক ও দ্বাদশ পরীক্ষায় বসে। অভিযোগ সঠিক পরিকাঠামো না গড়ে এবং অধিকাংশ শিক্ষানুরাগী মানুষের বক্তব্যকে উড়িয়ে দিয়ে একতরফা সিদ্ধান্ত নিয়ে রাজ্যের ১২৫টি স্কুলকে বিদ্যাজ্যোতি স্কুল করে সিবিএসই বোর্ডে ঠেলে দিয়েছে বিজেপি জোট সরকার।এদিন ছাত্র নেতা সন্দীপন দেব সরকারের ভূমিকায় ক্ষোভ উগরে দিয়ে বলেন, যারা যেসব স্কুল থেকে মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছে তাদের সেসব স্কুলেই একাদশে ভর্তির সুযোগ দেওয়া এবং তাদের বাংলা মাধ্যমে পরীক্ষার সুযোগ করে দিতে হবে। এই সুযোগ দেওয়া নাহলে পড়ুয়া ও অভিভাবকদের কাছে আহ্বান রাখেন ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামার। তিনি বলেন আন্দোলন ছাড়া এই ব্যর্থ সরকারকে কোন ভাবে রোখা যাবে না।

Related posts

CM directs timely completion of road, drain works in Agartala

৬০ শতাংশ বৈধ গ্রাহক নিয়মিত বিদ্যুৎ বিল দেন না–বিদ্যুৎমন্ত্রী

আগরতলা- সানওয়াল পার্সেল কার্গো এক্সপ্রেস ট্রেন চালু হল রবিবার