ফের আটক ৪ বাংলাদেশী সহ ৫

আগরতলা : কাজের সন্ধানে অবৈধভাবে ত্রিপুরায় প্রবেশ করে চেন্নাই যাওয়ার পথে আগরতলা রেলস্টেশনে আটক ৪ বাংলাদেশী সহ ১ ভারতীয় দালাল। শনিবার আগরতলা সরকারি রেল পুলিস ৫ জনকে রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সোপর্দ করেছে। আগরতলা রেলস্টেশনকে ব্যবহার করে অবৈধভাবে প্রবেশ করে ভারতের বিভিন্ন জায়গায় যাচ্ছে কতিপয় বাংলাদেশী নাগরিক। অনেকে কাজের সন্ধানে ভারতের বিভিন্ন রাজ্যে যাচ্ছে। তবে অনেক সময় রেল পুলিসের হাতে তারা ধরা পড়ে যায়। শুক্রবার রাতে ফের আগরতলা সরকারি রেল পুলিস সাফল্য পায়। দূর পাল্লার ট্রেন আগরতলা রেলস্টেশন থেকে ছাড়া কিংবা আসার পরে তল্লাশি চালায় জিআরপি ও আরপিএফ। রুটিন মাফিক শুক্রবার রাতে সেকেন্দ্রাবাদ-র উদ্দেশ্যে যাওয়া ট্রেন ছাড়ার আগে তল্লাশি চালাচ্ছিলেন রেল পুলিস। তখন ৫ জনকে দেখে পুলিসের সন্দেহ হওয়ায় জিজ্ঞাসাবাদ চালিয়ে পুলিস জানতে পারেন চারজন বাংলাদেশী। তাদের জিজ্ঞাসাবাদ চালায় পুলিস। জানতে পারেন অবৈধ ভাবে ত্রিপুরায় প্রবেশ করেছে। একথা জানান আগরতলা সরকারি রেল থানার পুলিস তাপস দাস।

Related posts

সরকারি দপ্তরে একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে পথে নামলো বাম যুবরা

মশার উৎপাত বন্ধের দাবিতে সোচ্চার সিপিএম

শ্রমিকদের সুরক্ষার উপরে জোর দেওয়া হয়েছে জাতীয় সুরক্ষা সপ্তাহে