আগরতলা : স্বচ্ছ ও সততার সঙ্গে বড়জলার অবলম্বন বৃদ্ধাশ্রম পরিচালনা করা হচ্ছে।এই বৃদ্ধাশ্রমের পরিচালক কমিটি সুন্দরভাবে আবাসিক মায়েদের সেবা করে আসছেন।শনিবার আগরতলা বড়জলা অবলম্বন বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠা দিবসে একথা বললেন পুর নিগমের মেয়র তথা বৃদ্ধাশ্রমের সভাপতি দীপক মজুমদার। তিনি আশা প্রকাশ করেন সকলের সহযোগিতায় আগামী দিনে সুন্দরভাবে পরিচালনা করা যাবে।এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সম্পাদক সহ অন্যরা। ১৯৮৯ সালের ১৮ মে। রাজধানীর কিছু বিশিষ্ট ব্যক্তিদের হাত ধরে এটি গড়ে উঠে।প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী সুধীর রঞ্জন মজুমদারের প্রয়াত স্ত্রী মিলন প্রভা মজুমদারেরও অবদান রয়েছে এই আশ্রম প্রতিষ্ঠার ক্ষেত্রে। দেখতে দেখতে পেরিয়ে গেছে ৩৫ টি বছর। শনিবার অবলম্বনের ৩৬ তম প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। সব সময় সরকারি সাহায্য না মিললেও আশ্রমের আবাসিকদের কোন সমস্যা হয়নি পরিচালন কমিটির ঐকান্তিক প্রচেষ্টায়। এদিন বক্তাদের বক্তব্যে উঠে আসে আর যাতে আগামী দিনে বৃদ্ধাশ্রম গড়ে তুলতে না হয়।
অবলম্বনের ৩৬ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন
125
previous post