সিপিএম-র অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে মিছিল বিজেপির

আগরতলা : অপপ্রচার চালাচ্ছে বিরোধীরা।এই অভিযোগ এনে আগরতলা সহ রাজ্যের বিভিন্ন মণ্ডলে ধিক্কার মিছিল সংগঠিত করে শাসক দল ভারতীয় জনতা পার্টি।শনিবার বিকেলে ভারতীয় জনতা পার্টির তরফে রাজধানী আগরতলায়ও হয় ধিক্কার-বিক্ষোভ মিছিল। ত্রিপুরা প্রদেশ বিজেপি অফিসের সামনে থেকে বের হয় হয় কয়েক শত কর্মী- সমর্থকদের বিক্ষোভ মিছিল। মিছিলে পুরুষদের পাশাপাশি মহিলাদের অংশগ্রহণ ছিল নজরকাড়া। এদিন মিছিল রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে।মিছিলে অংশ নিয়ে ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন,রাজ্যের সব অংশের মানুষের জন্য পরিকল্পনা নিয়ে মানুষের পরিষেবা দিয়ে আসছে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার নেতৃত্বে সরকার। তিনি অভিযোগ করেন বিরোধীরা মিথ্যাচার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।বিরোধীদের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য রাজ্যের মানুষের কাছে আবেদন জানান। উল্লেখ্য রাজ্যের বিভিন্ন এলাকায় কাজ-খাদ্যের অভাবের অভিযোগ এনে রাজধানী সহ রাজ্যের বিভিন্ন জায়গায় মিছিল ডেপুটেশন সংগঠিত করছে সিপিএম। এসবের প্রতিবাদ জানিয়ে শনিবার রাস্তায় নামে ভারতীয় জনতা পার্টি। এদিনের মিছিলে ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, মন্ত্রী রতন লাল নাথ, প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত, সম্পাদক তাপস মজুমদার, পুর নিগমের মেয়র দীপক মজুমদার, বিধায়ক রতন চক্রবর্তী, মিডিয়া ইনচার্জ সুনিত সরকার, সন্তোষ সাহা সহ অন্যরা। সিপিএমকে ধিক্কার জানিয়ে ফ্ল্যাকার্ড নিয়ে বিজেপি কর্মী- সমর্থকরা মিছিলে হাঁটেন।

Related posts

সমাপ্ত হল এনসিসি ১৩ ত্রিপুরা বাহিনীর উদ্যোগে আয়োজিত ১০ দিন ব্যাপী কম্বাইন্ড প্রশিক্ষণ শিবির

অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে এস.ডি.পি.ও আমতলির নিকট ডেপুটেশান প্রদান করল ভারতীয় মজদুর মনিটরিং সেল

North Tripura to benefit from new agricultural schemes: CM