৬ ম্যাচে ৫ জয় নিয়ে পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পোলস্টার ক্লাব

আগরতলা : ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন পরিচালিত সন্তোষ মেমোরিয়াল প্রথম ডিভিশন লিগ ক্রিকেট প্রতিযোগিতায় রবিবারও অন্যদিনের মতো তিনটি ম্যাচ হয়। তবে বৃষ্টির জন্য দুটি ম্যাচ মীমাংসা হয় ডি এল মেথব পদ্ধতিতে। এদিন এমবিবি স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে বিসিসি ও পোলস্টার মুখোমুখি হয়। ম্যাচে প্রথমে ব্যাট করে পোলস্টার ক্লাব। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২৭ রান তুলে।পোলস্টারের হয়ে সন্দীপ মিতাল ৭৩ রান ও সন্দীপ সরকার ৪১ রান করে। বোলিং-এ বিসিসির হয়ে তথাগত ৩ টি উইকেট পান।পাল্টা ব্যাট করতে নেমে বিসিসি ১১০ রান তুলতে সক্ষম হয় ৩৭ ওভার ৪ বলে। ১১৭ রানে জয়ী হয় পোলস্তার।এর ফলে ৬ ম্যাচে ৫ জয় নিয়ে পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পোলস্টার ক্লাব।দিনের আরেকটি ম্যাচ হয় পুলিশ ট্রেনিং একাডেমি মাঠে। বৃষ্টির জন্য এই মাঠের ম্যাচের ফয়সালা হয় ডি এল মেথব পদ্ধতিতে। অন্যদিকে টিআইটি মাঠে ম্যাচে বৃষ্টির জন্য ডি এল মেথব পদ্ধতিতে ইউবিএসটি ৪ রানে পরাজিত করে ওপিসিকে।

Related posts

Govt provides 16,942 jobs since 2018: CM

মন কি বাত এর মাধ্যমে মানুষের সাথে সংযোগ স্থাপন করেন প্রধানমন্ত্রী: মুখ্যমন্ত্রী

মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে সিপিআই-র বিক্ষোভ কর্মসূচী