আগরতলা : যুব সমাজকে রক্তদানে বেশি করে এগিয়ে আসার আহ্বান স্বাস্থ্য দপ্তরের সচিবের। মঙ্গলবার এক রক্তদান শিবিরে সচিব বলেন,রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোর ধারাবাহিক ভাবে উন্নয়ন হচ্ছে। যেকোন ধরনের অস্ত্রোপচার করতে গেলে রক্তের প্রয়োজন। তাই ক্যালেন্ডার তৈরি করা হয়েছে চলতি বছর পরিকল্পনা করে রক্তের চাহিদা মেটানোর জন্য।এদিন আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ ও জিবি হাসপাতালের তরফে হয় রক্তদান শিবির। এদিন জিবির ব্লাড ব্যাঙ্কে হয় শিবিরটি। শিবিরে রক্তদাতাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্যে, স্বাস্থ্য অধিকর্তা ডাঃ সঞ্জীব দেববর্মা, জিবি হাসপাতালের মেডিক্যাল সুপার শঙ্কর চক্রবর্তী, ডাঃ কনক চৌধুরী সহ অন্যরা। স্বাস্থ্য সচিব এদিন বলেন, রাজ্যের স্বাস্থ্য ক্ষেত্রের পরিকাঠামোর উন্নয়ন হচ্ছে ক্রমাগত। আধুনিক যন্ত্রপাতি, চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মী দেওয়া হচ্ছে। বর্তমানে রাজ্যের ব্লাডব্যাংক গুলিতে রক্তের সংকট। আর এই সংকট নিরসনে মুখ্যমন্ত্রীর আহ্বানে বিভিন্ন জায়গায় চলছে রক্তদান শিবির। এদিন শিবিরে চিকিৎসক সহ স্বাস্থ্য কর্মীরা রক্ত দেন।
রক্তের সংকট নিরসনে জিবিতে শিবির
187
previous post