রাজপথে ফের নামল বামপন্থী চারটি ছাত্র-যুব সংগঠন

আগরতলা : রাজ্যের শিক্ষা,স্বাস্থ্য,আইন-শৃঙ্খলা ভেঙে পড়েছে। এই অভিযোগ এনে ঘোষণা দিয়ে তিনদিনের আন্দোলনে নেমেছে চারটি বামপন্থী ছাত্র-যুব সংগঠন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন, উপজাতি যুব ফেডারেশন, ভারতের ছাত্র ফেডারেশন ও উপজাতি ছাত্র ইউনিয়ন। মঙ্গলবার প্রথম দিন আগরতলায় বিক্ষোভ মিছিল সংগঠিত করে চার সংগঠন। এদিন বিকেলে মেলারমাঠ ছাত্র যুব ভবনের সামনে থেকে বের হয় ছাত্র-যুবদের স্লোগান সোচ্চার মিছিল। শহরের বিভিন্ন পথ ঘুরে।কর্মসূচীতে ছিলেন যুব নেতা পলাশ ভৌমিক, নবারুণ দেব, কুমুদ দেববর্মা, কৌশিক রায় দেববর্মা, ছাত্র নেতা সুলেমান আলি, সন্দীপন দেব, সুজিত ত্রিপুরা, নেতাজী দেববর্মা সহ অন্যরা। এদিন পলাশ ভৌমিক বলেন, জনজীবনের স্বার্থ সংশ্লিষ্ট দাবি নিয়ে ছাত্র-যুবরা রাস্তায় নেমেছে। বেকার ছেলে-মেয়েদের কর্মসংস্থানের সংকট, শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ভাবে ভেঙে পড়েছে। বিদ্যাজ্যোতির ফলাফল নিয়ে রাজ্যের শিক্ষানুরাগি মহল উদ্বিগ্ন। রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবি সহ অন্য হাসপাতালগুলিতে প্রয়োজনীয় ওষুধ পাওয়া যাচ্ছে না। চিকিৎসক সহ স্বাস্থ্য কর্মীর সংকট। তাঁর অভিযোগ চুরি- ডাকাতি ছিনতাই ভয়ঙ্কর ভাবে বেড়েছে রাজ্যে।

Related posts

Govt committed to promote art, culture, literature: CM

পাট্টা প্রাপক কৃষকরাও প্রধানমন্ত্রী কৃষাণ সম্মান নিধি প্রকল্পের সুযোগ-সুবিধা পেয়ে থাকেন—কৃষিমন্ত্রী

কলা, সংস্কৃতি ও সাহিত্যের প্রচার ও প্রসারে প্রতিশ্রুতিবদ্ধ রাজ্য সরকার: মুখ্যমন্ত্রী