আগরতলা : ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অনুমোদন পেয়েছে শহরতলী নতুননগরে গড়ে উঠা স্বামী ধনঞ্জয় দাস কাঠিয়াবাবা মিশন কলেজ। ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এই কলেজে বি এ, বি এস সি, বি কম, বিবিএ, বিসিএ, জার্নালিজম এন্ড মাস কমিউনিকেশন কোর্স আছে। বুধবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে বিস্তারিত জানান কর্তৃপক্ষ। সাংবাদিক সম্মেলনে কলেজের ভাইস প্রিন্সিপাল জানান, এবছর থেকে শুরু হচ্ছে পঠন-পাঠন। কর্তৃপক্ষের তরফে জানানো হয় রাজ্যের ছাত্র-ছাত্রীদের জন্য কিছু সুযোগ- সুবিধা রয়েছে।
জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্য স্তরের খেলোয়াড়দের জন্য ভর্তুকি দেওয়া হবে কোর্স ফিতে। এছাড়া আর্থিকভাবে দুর্বল অংশের ছেলে মেয়ে সহ বিভিন্ন অংশের পড়ুয়াদের জন্য ভর্তি সহ বিভিন্ন ক্ষেত্রে সুযোগ দেওয়া হচ্ছে। স্কলারশিপের সুবিধা রয়েছে। বৃহস্পতিবার থেকে কলেজে ভর্তি শুরু হচ্ছে। তিনি জানান, রাজ্যে যত বেসরকারি কলেজ রয়েছে সেগুলি থেকে সবচেয়ে কম ফি কাঠামো এই কলেজে। কর্তৃপক্ষের তরফে আশাব্যক্ত করা হয় কাঠিয়াবাবা মিশন স্কুলের মতো আগামী দিনে প্রতিষ্ঠিত হবে এই কলেজও।