সামাজিক কাজে এগিয়ে এলো সিআইএসএফ আগরতলা ইউনিট

আগরতলা : সামাজিক কাজও এগিয়ে আসছে সিআইএসএফ। বুধবার দুটি হোমে শিশুদের মধ্যে বিভিন্ন সামগ্রী বিতরণ করল আগরতলা বিমানবন্দর সিআইএসএফ ইউনিট।মাস ব্যাপী কর্মসূচীর অঙ্গ হিসেবে সি আই এস এফ আগরতলা ইউনিট কর্মসূচী গ্রহণ করে। বুধবার সি আই এস এফের জওয়ান ও আধিকারিকরা দুটি হোমে শিশুদের মধ্যে খেলনা, , খাদ্য সামগ্রী সহ বিভিন্ন জিনিস বিলি করে।

এদিন তারা বাচ্চাদের স্টেইট ফাউন্টিলিং হোম ও আমাদের ঘর এই দুইটি হোমের মধ্যে ক্রীড়া সামগ্রী এবং খাদ্য সামগ্রী কর্তৃপক্ষের হাতে তুলে দেয়। উপস্থিত ছিলেন এম বি বি এয়ারপোর্ট-র সি আই এস এফের ডেপুটি কমান্ডেন্ট ধরমবীর সাই সহ অন্যান্যরা।কর্মসূচী ঘিরে জওয়ানদের মধ্যে বেশ উৎসাহ লক্ষ্য করা যায়। আগামী দিনেও তাদের এ ধরনের কর্মসূচি জারি থাকবে বলে জানান তারা।

Related posts

Scouts and Guides play vital role in society: CM

হিমাচল প্রদেশের দুর্যোগ মানুষদের পাশে ত্রিপুরা প্রদেশ বিজেপি

Chakma Script and Language Day to be observed on August 7: Ratan Lal Nath