রাজ্য সফরে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের প্রধান

আগরতলা : দেশে লোকসভা নির্বাচন চলাকালীন আচমকা ত্রিপুরা রাজ্যে পা রাখলেন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের প্রধান মোহন ভাগবত। ৬ দিনের সফরে তিনি বৃহস্পতিবার ত্রিপুরায় আসেন। এদিন এমবিবি বিমানবন্দরে আর এস এস প্রধানকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন সংগঠনের কার্যকর্তা ও সদস্যরা। এমবিবি বিমানবন্দর থেকে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের প্রধান মোহন ভাগবত যান খয়েরপুর স্থিত সেবাধামে। জানা গেছে ৬ দিনের ত্রিপুরা সফরে বৈঠক করবেন সাংগঠনিক বিষয়ে। বৈঠক করতে পারেন শাসক দলের বিধায়ক-মন্ত্রীদের সঙ্গেও।

Related posts

North Tripura to benefit from new agricultural schemes: CM

রাজ্যের মৃৎ শিল্পী, মণ্ডপ সজ্জা ও আলোক সজ্জার সাথে যুক্ত শিল্পীদের নিয়ে কর্মশালা করার উপর গুরুত্ব দেন মুখ্যমন্ত্রী

লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট -৩২২ জির উদ্যোগে প্রথম বারের মতো অনুষ্ঠিত হয় মেগা ফ্রি শপিং ফেস্টিভ্যাল