মৃত্যু বার্ষিকীতে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা

ত্রিপুরা আগরতলা: যারা দেশের স্বাধীনতা এনে দিয়েছেন তাদের ইতিহাসের পাতা থেকে মুছে দেওয়ার জন্য বিজেপি সরকার চক্রান্ত করছে। তাই এই ইতিহাস যাতে মুছে না যায়, যে চক্রান্ত বিজেপি সরকার শুরু করেছে তা যাতে কোন ভাবে সার্থক রূপ নিতে না পারে সেজন্য ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে চলছে জওহর লাল মঞ্চ। দেশের প্রথম প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহর লাল নেহেরুর মৃত্যু বার্ষিকীতে এই কথা বললেন জওহর লাল মঞ্চের চেয়ারম্যান অলক গোস্বামী। প্রতিবছর ২৭ মে ভারতের স্বাধীনতা সংগ্রামী প্রথম প্রাক্তন প্রয়াত প্রধানমন্ত্রী জওহর লাল নেহেরুর মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়। এবছর ৬০ তম মৃত্যুবার্ষিকী সারা দেশের সঙ্গে রাজ্যেও পালন কর হয়। সকালে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে হয় শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান। উপস্থিত ছিলেন জওহর লাল মঞ্চের চেয়ারম্যান অলক গোস্বামী, মহিলা কংগ্রেসের সভানেত্রী শর্বাণী ঘোষ চক্রবর্তী, যুব কংগ্রেসের সভাপতি নীল কমল সাহা, সদর জেলা কংগ্রেস সভাপতি সহ অন্যরা। তারা সকলে জওহর লাল নেহেরুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।

Related posts

Liver, Bone Marrow transplants soon, talks on: CM

কৈলাস রাইয়ের মৃত্যু নিয়ে ফের রাজ্যের আইন- শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুললেন বিরোধীরা

Rs 141.82 Cr sanctioned for Janjatiya welfare under DAJGUA: Minister