নিকাশি ব্যবস্থা দেখতে শহরে বের হলেন মেয়র

ত্রিপুরা আগরতলা : ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে রাজধানীর কোথাও যাতে জল না জমে সেজন্য সমস্ত পাম্প গুলি চালু রয়েছে। তবে বজ্রপাত হলে অনেক সময় বৈদ্যুতিক চালিত পাম্প গুলি বন্ধ রাখতে হয়। প্রাকৃতিক দুর্যোগ হলে তো কিছু করার থাকে না। সোমবার শহরের কোথাও জল জমেনি। এদিন সকালে বিভিন্ন আধিকারিকদের নিয়ে শহরের জল নিকাশি পাম্প গুলি ঘুরে দেখতে গিয়ে একথা বললেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। এদিন বৃষ্টির মধ্যে আধিকারিকদের নিয়ে মেয়র পরিদর্শনের বের হন। সঙ্গে ছিলেন সেন্ট্রাল জোনের চেয়ারম্যান তথা পুর নিগমের কর্পোরেটর রত্না দত্ত সহ অন্যরা। মেয়র পাম্প অপারেটরদের সঙ্গেও কথা বলেন। তিনি জানান, সব ব্যবস্থা নেওয়া হয়েছে। জল যাতে শহরে না জমে সেই ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে বিদ্যুৎ সমস্যা হলে কিছু পাম্প বন্ধ হয়ে গেলে অনেক্ সময় জল জমে যায়। কিন্তু বেশিক্ষণ স্থায়ী হয় না। তিনি বলেন, শহরের জল নিকাশি ব্যবস্থা অনেক উন্নত। ড্রেনগুলি পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। অতিরিক্ত শ্রমিক নেওয়া হয়েছে পরিস্থিতি মোকাবিলায়। শহর আগরতলার সবচেয়ে বড় সমস্যা হল জল ডুবি। অভিযোগ অনেক বছর ধরেই বৃষ্টি হলে শহরের বিভিন্ন রাস্তায় জল জমে যায়। জল ঢুকে মানুষের বাড়ি ঘর দোকানে। জল জমে গেলে চরম ভোগান্তির শিকার হন লোকজন।

Related posts

Govt provides 16,942 jobs since 2018: CM

মন কি বাত এর মাধ্যমে মানুষের সাথে সংযোগ স্থাপন করেন প্রধানমন্ত্রী: মুখ্যমন্ত্রী

মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে সিপিআই-র বিক্ষোভ কর্মসূচী