আগরতলা শহরে সিভিল হাসপাতাল খোলার পরিকল্পনা

ত্রিপুরা আগরতলা : রাজধানীতে ৬ টি শহুরি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র।  সাব সেন্টার রয়েছে ৪০ টির অধিক। এই সেন্টারগুলি আগামীদিনে সিভিল হাসপাতালের সাথে যুক্ত হবে। রাজ্যের মহকুমা হাসপাতালগুলির আদলে করা হবে এই সিভিল হাসপাতাল।আগরতলা পুর নিগম এলাকায় স্বাস্থ্য পরিষেবার মান আরও উন্নয়ন করার জন্য পৃথক একটি হাসপাতাল খোলার জন্য প্রস্তাব রয়েছে পুর নিগম থেকে। আগরতলা পুর নিগম এই সিভিল হাসপাতাল পরিচালনা করবে।তবে সকল ধরনের সহযোগিতা করবে স্বাস্থ্য দপ্তর। বৃহস্পতিবার জ্যাকসন গেইট পূর্ত দপ্তরের পাকা ভবনটি পরিদর্শনে গিয়ে একথা জানান স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে। এদিন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার যান ভবনটি ঘুরে দেখতে। উনার সঙ্গে ছিলেন পুর নিগমের কমিশনার ডঃ শৈলেশ কুমার যাদব, স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্যে, স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ডঃ সঞ্জীব দেববর্মা সহ অন্যান্যরা। তারা বিভিন্ন বিষয় ঘুরে দেখেন।

Related posts

North Tripura to benefit from new agricultural schemes: CM

রাজ্যের মৃৎ শিল্পী, মণ্ডপ সজ্জা ও আলোক সজ্জার সাথে যুক্ত শিল্পীদের নিয়ে কর্মশালা করার উপর গুরুত্ব দেন মুখ্যমন্ত্রী

লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট -৩২২ জির উদ্যোগে প্রথম বারের মতো অনুষ্ঠিত হয় মেগা ফ্রি শপিং ফেস্টিভ্যাল