১ জুন রাজ্যের প্রতি মণ্ডলে প্রতিবাদ মিছিল যুব মোর্চার

ত্রিপুরা আগরতলা : শিক্ষা থেকে স্বাস্থ্য-আইনশৃঙ্খলার নিয়ে বিভিন্ন জায়গায় আন্দোলন চালিয়ে যাচ্ছে বাম ছাত্র- যুব সংগঠন গুলি।অভিযোগ তারা অপপ্রচার চালাচ্ছে এসব নিয়ে। বামপন্থী ছাত্র-যুব সংগঠন গুলির অপপ্রচারের পাল্টা এবার পথে নামছে শাসক দলের যুব সংগঠন। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে কর্মসূচী ঘোষণা দেন নেতৃত্ব।প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করেন প্রদেশ যুব মোর্চা মুখপাত্র অম্লান মুখার্জি,প্রদেশ যুব মোর্চার সহ-সভাপতি ভিকি প্রসাদ, অরুনাভ নন্দী, প্রসেনজিৎ ঘোষ, সম্পাদক শুভঙ্কর সাহা।তারা এদিন বলেন, বিজেপি সরকার প্রতিষ্ঠা হওয়ার পর এখনো পর্যন্ত স্বচ্ছতার মাধ্যমে প্রায় ৬ হাজার ৭৬৬ জনকে টেট পরীক্ষার মাধ্যমে চাকুরি দেওয়া হয়েছে। যুব নেতৃত্ব এদিন ঘোষণা দেন বাম ছাত্র যুবদের অপপ্রচারের বিরুদ্ধে তারা রাস্তায় নামবেন। ১ জুন সারা রাজ্যে প্রতিটি মণ্ডলে প্রতিবাদ মিছিল করবে। আগরতলায় হবে কেন্দ্রীয় ভাবে কর্মসূচী।

Related posts

Govt committed to promote art, culture, literature: CM

পাট্টা প্রাপক কৃষকরাও প্রধানমন্ত্রী কৃষাণ সম্মান নিধি প্রকল্পের সুযোগ-সুবিধা পেয়ে থাকেন—কৃষিমন্ত্রী

কলা, সংস্কৃতি ও সাহিত্যের প্রচার ও প্রসারে প্রতিশ্রুতিবদ্ধ রাজ্য সরকার: মুখ্যমন্ত্রী