৪ দফা দাবিতে সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরে স্মারকলিপি

ত্রিপুরা আগরতলা : ৪ দফা দাবিতে সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরে স্মারকলিপি জমা দিল ত্রিপুরা অঙ্গনওয়াড়ি কর্মী-সহায়িকা এসোসিয়েশন। শুক্রনার মজদুর মনিটরিং সেল অনুমোদিত এই সংগঠন ডেপুটেশন দেয়। এদিন ত্রিপুরা অঙ্গনওয়াড়ি কর্মী-সহায়িকা এসোসিয়েশনের সদস্যারা জড়ো হন উজান অভয়নগর দপ্তরের প্রধান কার্যালয়ের সামনে। সেখান থেকে এক প্রতিনিধি দল অধিকর্তার অনুপস্থিতিতে উপ-অধিকর্তার কাছে ডেপুটেশন দেন।প্রতিনিধি দলের নেত্রিত্বে ছিলেন সংগঠনের রাজ্য সভানেত্রী মঞ্জুলা চক্রবর্তী সহ অন্যরা। তাদের দাবির মধ্যে রয়েছে সম্প্রতি উচ্চ আদালতের রায়কে মান্যতা দিয়ে অতিসত্বর অঙ্গনওয়াড়ি কর্মী ও হেলপারদের গ্র্যাচুইটি দেওয়ার।এছাড়াও তাদের দাবির মধ্যে রয়েছে বিভিন্ন প্রজেক্টের বকেয়া এসএনপি অবিলম্বে দেওয়া, অঙ্গনওয়াড়ি কেন্দ্র গুলিতে চালের ড্রাম ও অন্যান্য কন্টেইনার দেওয়ার।

Related posts

সরকারি দপ্তরে একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে পথে নামলো বাম যুবরা

মশার উৎপাত বন্ধের দাবিতে সোচ্চার সিপিএম

শ্রমিকদের সুরক্ষার উপরে জোর দেওয়া হয়েছে জাতীয় সুরক্ষা সপ্তাহে