ত্রিপুরা আগরতলা : কৃতি দেবী দেববর্মা ভারতীয় জনতা পার্টি থেকে জয়ী হলেও উনাকে জিতিয়েছেন তিপ্রাসারা। এটা কখনও ভুললে হবে না।তাই দিল্লিতে তিপ্রাসাদের জন্য কথা বলতে হবে। পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে জয়ী নিজের বোন কৃতি দেবী দেববর্মাকে একথা বলেছেন তিপ্রা মথার প্রধান প্রদ্যোত কিশোর দেববর্মণ। বৃহস্পতিবার তিপ্রা মথার মহিলা সংগঠন তিপ্রা ওমেন ফেডারেশনের তৃতীয় প্রতিষ্ঠা দিবসে একথা জানান প্রদ্যোত কিশোর দেববর্মণ। এদিন আগরতলা টাউন হলে হয় তিপ্রা মথার মহিলা সংগঠনের তৃতীয় প্রতিষ্ঠা দিবস উদযাপন। প্রথমে টাউন হলের বাইরে পতাকা উত্তোলন করা হয়। এর পরে হলের ভিতরে হয় প্রতিষ্ঠা দিবসে আলোচনা সভা। উপস্থিত ছিলেন তিপ্রা মথার প্রধান প্রদ্যোত কিশোর দেববর্মণ, দলের সভাপতি বিজয় কুমার রাংখল সহ অন্যরা। আলোচনা করতে গিয়ে তিপ্রা মথার প্রধান বলেন, মহিলারা দুর্বল হলে সমাজের উন্নয়ন হবে না। তিনি নাগরিকত্ব সংশোধনী আইনের প্রসঙ্গ টেনে বলেন ত্রিপুরায় আগেই বাইরে থেকে আসা অনেক লোককে জায়গা দেওয়া হয়েছে। নতুন করে বাংলাদেশ থেকে অবৈধ ভাবে আসা লোকজনকে আর জায়গা দেওয়া যাবে না। এটাই তিপ্রা মথার স্পষ্ট অবস্থান। বিজেপি- সিপিএম নিজেদের ভোট ব্যাংক দেখছে কিন্তু তিপ্রাসাদের বিষয়ে কেউ চিন্তা করছে না। এদিন তিপ্রা ওমেন ফেডারেশনের অনুষ্ঠানে মহিলাদের অংশ গ্রহণ ছিল ভালো।
তিপ্রা ওমেন ফেডারেশনের প্রতিষ্ঠা দিবস উদযাপন
193
previous post