আগরতলা থেকে শিয়ালদহ গামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ভয়াবহ দুর্ঘটনায় পড়লো

ত্রিপুরা আগরতলা : আগরতলা থেকে শিয়ালদহ গামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার কবলে। নিউ জলপাইগুড়ি থেকে কিছুটা দূরত্বে রাঙাপানি স্টেশনের কাছে। ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মর্মান্তিক প্রায় ৫ জনের। আহত পঞ্চাশের উপর বলে জানা গেছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। ট্রেন দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি, প্রধান মন্ত্রী, পশ্চিম বাংলা, ত্রিপুরার মুখ্যমন্ত্রী, রাজ্যের পরিবহণ মন্ত্রী। নিহতদের পরিবারকে দুই লাখ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী। ঘটনাটি ঘটে সোমবার সকাল পৌনে নয়টা নাগাদ। জানা যায় এদিন সকালে কাঞ্চনজঙ্গা এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ছেড়ে রাঙ্গাপানি স্টেশনের কাছাকাছি পৌঁছানোর পর পিছনের দিক থেকে আসা একটি মালবাহী ট্রেন সজোরে কাঞ্চনজঙ্গা এক্সপ্রেসকে ধাক্কা মারে। মালবাহী ট্রেনের ধাক্কায় কাঞ্চনজঙ্গা এক্সপ্রেসের পিছনের দিকের দুইটি পার্সেল কামরা ও একটি যাত্রীবাহী কামরা লাইন চ্যুত হয়ে যায়।এদিকে দুর্ঘটনাগ্রস্ত কাঞ্চনজঙ্গা এক্সপ্রেসের যাত্রীদের শিয়ালদহে ফিরিয়ে আনতে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে পূর্ব রেল। দুর্ঘটনার সাথে সাথে জোর কদমে শুরু হয় উদ্ধার কাজ।রেল ও স্থানীয় প্রশাসন উদ্ধার কাজে হাত লাগিয়েছেন। দুর্ঘটনাস্থলে এক এক করে ছুটে গেছে একাধিক এ্যাম্বুলেন্স। জানা গেছে মালবাহী ট্রেনটি সিগন্যাল ব্রেক করে কাঞ্চনজঙ্গা এক্সপ্রেসের লাইনে চলে আসে। কী ভাবে ঘটল দুর্ঘটনা? রেলসূত্রে খবর, মালগাড়িটি সিগন্যাল ব্রেক করেছিল। সিগন্যাল ব্রেক করে এটি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের একই লাইনে চলে আসে এবং কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে ধাক্কা মারে। কিন্তু কেন সিগন্যাল ব্রেক করল মালগাড়িটি? সেই রহস্য কি ? কবে জানা যাবে তা?

Related posts

কেন্দ্রীয় বাজেটের প্রতিবাদ জানাল আমরা বাঙালী

চুরি যাওয়া সামগ্রী সহ দুই চোরকে জালে তুলল পুলিস

বিদ্যাদেবী সরস্বতীর আরাধনায় ব্রতী হয়েছেন সকলে