সন্ত্রাসের বিরুদ্ধে পুলিস সদরের সামনে বিক্ষোভ সিপিএম-র

ত্রিপুরা আগরতলা : বিরোধী দলের কর্মী-সমর্থকদের উপরে আক্রমণের ঘটনায় জড়িত দুর্বৃত্তদের বিরুদ্ধে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে পুলিস সদর কার্যালয়ের সামনে তুমুল বিক্ষোভ রাজ্যের প্রধান বিরোধী দলের। পরে বিক্ষোভস্থল থেকে ৫ জনের এক প্রতিনিধি দল পশ্চিম জেলার পুলিস সুপারের কাছে স্মারকলিপি পেশ করেন দুর্বৃত্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে। সম্প্রতি বের হয়েছে লোকসভা নির্বাচনের ফলাফল। অভিযোগ ফল প্রকাশের পর থেকে পশ্চিম জেলার বিভিন্ন জায়গায় হামলা-হুজ্জুতি চালাচ্ছে বিজেপি আশ্রিত দুর্বৃত্তরা। সিপিএম নেতা-কর্মীদের বাড়িতে হামলা, মারধর ঘটনা সংঘটিত করছে। ছাড়া পাচ্ছে না বয়স্ক লোকজনও।অভিযোগ এসব ঘটনা জানিয়ে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করার পরেও পুলিস কোন ব্যবস্থা নিচ্ছে না। তাই বাধ্য হয়ে জিরানিয়া, আমতলী, রাজধানীর শিবনগর সহ পশ্চিম ত্রিপুরা জেলার বিভিন্ন স্থানে আক্রমণ সন্ত্রাসের বিরুদ্ধে এবং দুর্বৃত্তদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে রাজপথে নামল সিপিএম পশ্চিম জেলা কমিটি। মঙ্গলবার দলের নেতা-কর্মীরা পুলিস সদর দপ্তরের সামনে তুমুল বিক্ষোভ দেখায়। উপস্থিত ছিলেন সিপিএম পশ্চিম জেলা কমিটির সম্পাদক রতন দাস, প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত, নারি নেত্রী স্বপ্না দত্ত,কৃষ্ণা রক্ষিত, সিপিএম নেতা শুভাশিস গাঙ্গুলি, তপন দাস, রাধা চরণ দেববর্মা, মধুসূদন দাস, বিধায়ক রামু দাস, সুদীপ সরকার, সিপিএম নেতা সমর চক্রবর্তী,নারায়ণ দেব, সুভাষ দেব সহ অন্যরা। বিক্ষোভ স্থলে সিপিএম নেতা রতন দাস বলেন, সন্ত্রাসের বিরুদ্ধে পুলিশ আইনি পদক্ষেপ না নিলে বৃহত্তর আন্দোলনে যাবেন।তিনি নাম না করে সাংসদ বিপ্লব দেবের সমালোচনা করে মন্তব্য করেন, ত্রিপুরায় সন্ত্রাসের কারিগর বাংলায় ঘুরছেন শান্তির বার্তা নিয়ে, লজ্জা হওয়া উচিত।

Related posts

Scouts and Guides play vital role in society: CM

হিমাচল প্রদেশের দুর্যোগ মানুষদের পাশে ত্রিপুরা প্রদেশ বিজেপি

Chakma Script and Language Day to be observed on August 7: Ratan Lal Nath