ফের জি আর পির হাতে আটক গাঁজা সহ এক

ত্রিপুরা আগরতলা : বহিঃরাজ্যে পাচারের আগে ফের আগরতলা সরকারি রেল পুলিসের হাতে আটক গাঁজা। গ্রেপ্তার বিহারের এক যুবক। আগরতলা রেল স্টেশনে আকছার ধরা পড়ছে নেশা সামগ্রী সহ রাজ্য ও বহিঃরাজ্যের লোকজন। সোমবার বিকেলে ফের গাঁজা সহ আটক এক। গোপন সূত্রে আর পি এফের কাছে খবর ছিল এক যুবক ট্রলি করে কিছু নেশা সামগ্রী নিয়ে যাচ্ছে। সেইমতো আগরতলা সরকারি রেল পুলিস উত পেতে থাকে স্টেশনে। তখনই তারা দেখতে পান পার্সেল অফিসের সামনে ট্রলি সহ এক যুবককে। তাকে আটক করে পুলিস জিজ্ঞাসাবাদ চালাতেই সে স্বীকার করে ট্রলিতে গাঁজা রয়েছে। বিহার ও দিল্লি এগুলি সে নিয়ে যাচ্ছিল। আগরতলা-পাটনা এক্সপ্রেসে করে যাওয়ার কথা ছিল। ধৃত যুবকের নাম রামু কুমার। তাঁর বাড়ি বিহারে। সে জানায় ত্রিপুরার একজনের কাছ থেকে চার হাজার টাকা কেজি দরে কিনেছে গাঁজা গুলি। জি আর পি থানার ওসি তাপস দাস জানান, পুলিস রিমান্ডের আবেদন জানিয়ে ধৃতকে মঙ্গলবার আদালতে পেশ করা হয়েছে।

Related posts

Govt provides 16,942 jobs since 2018: CM

মন কি বাত এর মাধ্যমে মানুষের সাথে সংযোগ স্থাপন করেন প্রধানমন্ত্রী: মুখ্যমন্ত্রী

মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে সিপিআই-র বিক্ষোভ কর্মসূচী